ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ১ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ১০,২০০-২৪,৬৮০ টাকা |
পদ সমূহঃ | ফার্মাসিস্ট |
আবেদন শুরুঃ | জানুয়ারি ২৩, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ২০, ২০২০ |
ঢাকা ইপিজে হাসপাতাল ট্রাস্টি বাের্ডের অধীন ঢাকা ইপিজেড হাসপাতালে নিম্নোক্ত শূণ্য পদে স্থায়ী ভিত্তিতে লােকবল নিয়ােগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
শর্তাবলী (১) সরকার কর্তৃক নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে দরখাস্ত আগামী ২০/০২/২০২০ তাতিখের মধ্যে সদস্য সচিব, ঢাকা ইপিজেড হাসপাতাল উঃ বাের্ড, ঢাকা ইপিজেক, সাভার, ঢাকা-১৩৪১ বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌছাতে হবে। অত্র অফিসে সরাসরি কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপসমূহ বাতিল বলে গণ্য হবে। আবেদনের নমুনা বেপথে এর ওয়েবসাইটঃ www.xyza.gov.bd থেকে ডাউনলােঠ করা যাবে। (২) উখিত তারিখের পর ডাকযােগে কিংবা অন্য কোন উপায়ে প্রেরিত পরথা গ্রহণ করা হবে না। বয়স প্রমাণের জন্য এফিডেতি গ্রহণযোগ্য নয়। (৩) অসম্পূর্ণ, ক্রটিপূর্ণ এবং বিলম্বে আবেদন কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। (৪) দরবারে খামের উপরের মাঝখানে সার্বিক পদের নাম এবং নিজ জেলার নাম উ%খ করতে হবে। (৫) চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে। (৬) ঢাকা ইপিজেড হাসপাতাল, গণকবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা এর অনুকুলে উখিত পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা মূল্যমানের ব্যাকে মাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে। দরখাস্তের সাথে মিলিখিত কাগজপত্র দাখিল করতে হবে।
(ক) ১ম শ্রেণীর কর্মকর্তা ও সত্যায়িত সকল শিক্ষাগত যােগ্যতার সাপ। (খ) ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতোলা তিন কপি পাসপাের্ট সাইজের ছবি। (গ) ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিকি সর্শপ। (খ) ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয়তা সনদপত্রের কপি/ন্যাশনাল আইডি কার্ডের কপি। (৪) থানীয় ইউনিয়ন পরিণ চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/পৌরসভার পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
(চ) ‘অয়িতার সর্লপত্র (যদি থাকে)। (৭) কর্তৃপক্ষ কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোন পরন্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়ােগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়ােগ প্রদান করতে কিংবা লিখিত/মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। পদ্ধান্তের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরত দেয়া হবে না। নিয়ােগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত ফান্ত বলে গণ্য হবে। (৮) কোন তদবীর বা সুপারিশ প্রার্থীর অযােগ্য বলে বিবেচিত হবে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।