ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | অপ্রাশিত |
---|---|
বেতন গ্রেডঃ | আলোচনা সাপেক্ষে |
পদ সমূহঃ | তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার |
আবেদন শুরুঃ | জানুয়ারি ২০, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ৪, ২০২০ |
২০ জানুয়ারি ২০২০ খ্রি. শুমারিকর্মী (তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার)নির্বাচন বিজ্ঞপ্তি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে কর্তৃক বাস্তবায়নাধীন “জনশুমারি ও গৃহগণনা ২০২১’ এর লিস্টিং অপারেশন এবং মূল শুমারির গণনা কার্যক্রমে ‘তালিকাকারীগণনাকারী ও সুপারভাইজার পদে খন্ডকালীন নির্বাচন প্যানেল গঠনের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্তে শুধুমাত্র খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী বেকার নারী/পুরুষ এবং ছাত্র/ছাত্রীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
বি:দ্র: উল্লিখিত হার প্রকল্পের বর্তমান ডিপিপি’র বর্ণনা মােতাবেক। তবে ডিপিপি সংশােধিত হলে, জাতীয় স্বার্থে প্রয়ােজন দেখা দিলে কিংবা নতুন বিধিমালা জারি বা এ ধরনের ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে উক্ত হার পরিবর্তিত হতে পারে। শর্তাবলী: ১) জেলা পরিসংখ্যান কার্যালয়, খুলনা এর ওয়েবসাইট (www.bbs.khulna.gov.bd) থেকে ডাউনলােড করে আবেদনের নির্ধারিত ফরম সংগ্রহ পূর্বক স্বহস্তে পূরণ করে আবেদন করতে হবে। ২) লিস্টিং অপারেশন (ফেব্রুয়ারি ২০২০ মাসে) কার্যক্রমে প্রতি তালিকাকরী ১০(দশ) দিনে মােট ৪০০ (কমবেশী)খানার তালিকা করবেন, মূল শুমারিতে (২-৮ জানুয়ারি-২০২১) প্রতি গণনাকারী ০৭(সাত) দিনে মােট ১২৩ (কম/তেন) খনার তথ্য সংগ্রহ করতে হবে। ৩) লিস্টিং অপারেশনে মােবাইল অ্যাপস ব্যবহার পূর্বক তথ্যসংগ্রহ করতে হলে বিধায় নিজস্ব সর্টফোন রয়েছে এবং স্মার্টফোন পরিচালনায় দক্ষতা আছে কেবল এমন প্রার্থীগণই আবেদন করতে পারবেন। ৪) নিয়ােগের অন্যান্য শর্তাবলী প্রতি পালন সাপেক্ষে মহিলা প্রার্থীগণকে অধিকার প্রদান করা হবে এবং প্রতিটি জোনে কমপক্ষে ৫০% মহিলা পণনাকারী ও সুপারভাইজার নিয়ােগ করা হবে। ৫) লিস্টিং অপারেশনে নিয়ােজিত তালিকাকারী ও সুপারভাইজারণের কার্যক্রম সন্তোষজনক মর্মে প্রতীয়মান হলে তারা মূল শুমারিতেও যথাক্রমে গণনাকারী এবং সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন। ৬) লিস্টিং অপারেশন/শুমারি চলাকালীন সময়ে প্রার্থী নিজেকে অন্য কোন কর্মে নিযুক্ত করতে পারবেন না। ৭) ভুল বা অসম্পূর্ণ আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে। একজন ব্য»ি একটি মাত্র পদে আবেদন করতে পারবেন। ৮) সকল পদের আবেদন ফরম বন্ধ খামের উপর ডান পার্শ্বে পদের নাম এবং নিজ ওয়ার্ডের নাম উল্লেখ পূর্বক ২০/০১/২০২০ খ্রি: হতে ০৪/০২/২০২০ খ্রি: তারিখের মধ্যে জেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়, খুলনা এর নিধারিত বক্সে সরাসরি অথবা বাহক মারফত অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। ৯) প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় (প্রযােজ্য ক্ষেত্রে) অংশগ্রহণের জন্য কোন প্রকান টিএ/ডিএ দেয়া হবে না। ১০) শুধুমাত্র লিস্টিং অপারেশনের জন্য প্রার্থীদের তালিকা খুলনা সিটি কর্পোরেশন, খুলনা এর নােটিশ বাের্ডে প্রকাশ করা হবে। এছাড়াও চূড়ান্ত তালিকা জেলা পরিসংখ্যান কার্যালয়, খুলনা এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ১১) নির্বাচিত প্রার্থী প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে তিনি কাজ করতে ভাপই। নন বলে গণ্য হবেন এবং তার নিয়ােগ তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে। ১২) মূল শুমারির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা যথা সমষে প্রকাশ করা হবে! ১৩) বিবিএস এর পূর্ববর্তী শুমারি বা জরিপ কাজের অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা নদ আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। ১৪) নিয়ােগ সংক্রান্ত বিষয়ে এতদুদ্দেশ্যে গঠিত নিয়োগ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বাসে পণ্য হবে। ১৫) সাক্ষাতকারের তারিখ ও সময় জেলা পরিসংখ্যান কার্যালয়, খুলনা এর ওয়েবসাইট (www.bbs.khulna.gov.bd) এ প্রকাশ করা হবে।২০০% পল্লব প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) খুলনা সিটি কর্পোরেশন, খুলনা
সভাপতি জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর গণনাকারী ও সুপারভাইজারনির্বাচনকমিটি
খুলনা সিটি কর্পোরেশন, খুলনা।
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইনে আবেদন করতে হবে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।