ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৬জন |
---|---|
বেতন গ্রেডঃ | বিজ্ঞপ্তি দেখুন |
পদ সমূহঃ | শিক্ষক ও কর্মকর্তা |
আবেদন শুরুঃ | জুলাই ৮, ২০২০ |
আবেদন শেষঃ | আগস্ট ১২, ২০২০ |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত শিক্ষক ও কর্মকর্তা পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে।
উপরােল্লিখিত পদসমূহের জন্য আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১২/০৮/২০২০ বিকাল ৫ ঘটিকা শিক্ষক ও কর্মকর্তা পদে আবেদনের পৃথক নির্ধারিত ফরম (Prescribed Form), নিয়ােগের শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (bsmrau.edu.bd) হইতে ডাউনলােড করা যাইবে।
০৮ জুলাই ২০২০ তারিখের নম্বর ৩৭.১২.০০০০.১৪০.১১.০০২.২০.৩১ সংখ্যক স্মারকে প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও শর্তাবলী এবং বর্ণিত পদসমূহে নিয়ােগের শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা:
১. গত ১৯/১২/২০১৯ তারিখের বশেমুরকৃবি/:/ই-০৫/২০১৭/২১২১ সংখ্যক স্মারকের নিয়ােগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে “উদ্ভিদ রােগতত্ত্ব বিভাগের
“সহযােগী অধ্যাপক পদে যাহারা আবেদন করিয়াছিলেন তাহাদের ঐ পদে আবেদন করিবার প্রয়ােজন নাই।
২. বশেমুরকৃবি ওয়েবসাইটে প্রদত্ত নির্ধারিত ফরমে অধ্যাপক ও সহযােগী অধ্যাপক পদের জন্য ১০ (দশ); সহকারী অধ্যাপক পদের জন্য ০৮
(আট); এবং কর্মকর্তা পদের জন্য ০৬ (ছয়) সেট আবেদনপত্র রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৬ এর বরাবর A4 সাইজের কাগজে দাখিল করিতে হইবে।
৩. আবেদনপত্রের সহিত- ১) সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র; ২) নম্বরপত্র; ৩) বিএস/সমমান এবং এমএস/সমমানের মেধাক্রমের প্রমাণক
যাহাতে মেধাক্রম এবং অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা উল্লেখ থাকিতে হইবে (শধুমাত্র শিক্ষক পদের বেলায় প্রযােজ্য); ৪) প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; ৫) ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র; ৬) জাতীয় পরিচয়পত্র; ৭) সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/সরকার অনুমােদিত বা স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র; ৮) অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্র (যদি থাকে) তবে, প্রতিটি পদের নিয়ােগপত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত ছাড়পত্র (প্রযােজ্য ক্ষেত্রে); ৯) প্রকাশনা রিপ্রিন্টের অনুলিপি (প্রযােজ্য ক্ষেত্রে); ইত্যাদির সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে A4 সাইজের কাগজে সংযােজন করিতে হইবে।
৪. প্রার্থীকে সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের ৩(তিন) কপি ছবি সত্যায়িত করতঃ এবং স্ট্যাম্প সাইজের ২(দুই) কপি ছবি (সত্যায়ন ছাড়া)
মূল আবেদনপত্রের উপরে (ডানদিকে) সংযুক্ত করিতে হইবে। পাসপাের্ট সাইজের ছবির পিছনে প্রার্থীর নাম এবং পদের নাম অবশ্যই লিখিতে হইবে।
৫. সকল পদের প্রার্থীকে ১০০০/-(এক হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্ট (অফেরতযােগ্য) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি
বিশ্ববিদ্যালয়ের অনুকূলে, সােনালী ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর শাখার উপর দাখিল করিতে হইবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ছাড়া কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হইবে না।
৬. খামের উপর অবশ্যই পদের নাম ও প্রেরকের ঠিকানা উল্লেখ করিতে হইবে। চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।
৭. নির্ধারিত ফরম ব্যতীত এবং অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। নির্ধারিত তারিখ ও সময় (১২/০৮/২০২০ বিকাল ৫
ঘটিকা) এর পর হাতে হাতে/ডাকযােগে/কুরিয়ার সার্ভিসে/অন্য কোন মাধ্যমে আসা আবেদনপত্র গ্রহণ করা হইবে না। উল্লেখ্য যে, ২৪/০৭/২০২০ হইতে ১১/০৮/২০২০ তারিখ পর্যন্ত ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকিবে।
৮. প্রাপ্ত সকল আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং/অথবা সাক্ষাঙ্কারের জন্য ডাকা হইবে।
ইহার জন্য কোন ভ্রমণ বা অবস্থান ভাতা দেওয়া হইবে না। পরীক্ষার তারিখ, সময় ও স্থান ই-মেইল ঠিকানায় পত্র মারফত/সংশ্লিষ্ট প্রার্থীর বর্তমান ঠিকানায় ডাকযােগে অথবা মােবাইল নম্বরে এসএমএস (SMS) মারফত জানানাে হইবে।
৯. নিয়ােগপ্রাপ্তদের বাসা প্রাপ্তি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করিতে হইবে।
১০. এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা ও বয়স শিথিলযােগ্য। ১১. “অভিজ্ঞতা” অর্থ কোন সরকারী বিশ্ববিদ্যালয় বা সমপর্যায়ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোন সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে
চাকুরীকাল-কে বুঝাইবে। ১২. শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে কেবলমাত্র কোন স্বীকৃত আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর বিষয় বিবেচনা করা হইবে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।