ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | নির্ধারিত নয় |
---|---|
বেতন গ্রেডঃ | আলোচনা সাপেক্ষে |
পদ সমূহঃ | লিগ্যাল এডভাইজার (রিটেইনার) ও প্যানেল এডভােকেট |
আবেদন শুরুঃ | ফেব্রুয়ারি ১৭, ২০২০ |
আবেদন শেষঃ | মার্চ ২, ২০২০ |
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর পক্ষে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, চট্টগ্রাম, ফেনী, নােয়াখালী ও চাঁদপুর জেলার বিভিন্ন আদালতে মামলা পরিচালনা এবং বিভিন্ন বিষয়ে আইনগত পরামর্শ প্রদানের প্রয়ােজনে কুমিল্লা এলাকার জন্য একজন লিগ্যাল এডভাইজার (রিটেইনার) ও দুইজন প্যানেল এডভােকেট,
ঢাকা এলাকার জন্য চারজন প্যানেল এডভােকেট, ব্রাহ্মণবাড়ীয়া এলাকার জন্য দুইজন প্যানেল এডভােকেট এবং চট্টগ্রাম, চাদপুর, ফেনী ও নােয়াখালী এলাকার জন্য একজন করে প্যানেল এডভােকেট দুই বৎসরের জন্য নিয়ােগ করা হবে। আইন উপদেষ্টা নিয়ােগ ও প্যানেলভুক্তির নিমিত্ত ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, চট্টগ্রাম (শ্রম আইনে অভিজ্ঞ), চাঁদপুর, ফেনী, নােয়াখালী জেলার আওতাভুক্ত আইনজীবী সমিতির সদস্য আইনজীবীদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্তে সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :
ঢাকা এলাকায় আইনজীবী হিসেবে দেওয়ানী আদালতে মামলা পরিচালনার কাজে ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন (তন্মধ্যে ৫ (পাঁচ) বৎসর হাইকোর্ট বিভাগের অভিজ্ঞতাসহ) হতে হবে। বার-এ্যাট-ল-/এলএলএম ডিক্রীধারী অথবা আইনের যে কোন বিষয়ের উপর ডক্টরেট ডিক্রীধারী এডভােকেটকে অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা ব্যতীত অন্যান্য এলাকার আইনজীবীগণের ক্ষেত্রে দেওয়ানী আদালতে মামলা পরিচালনার কাজে ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
অবসর প্রাপ্ত জেলা জজ (অনূর্ব ষাট বৎসর বয়স) যারা আইন ব্যবসায় কর্মরত আছেন তারা আইন উপদেষ্টা। প্যানেলভুক্তির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। প্রার্থীদের অবশ্যই সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে। আইন উপদেষ্টা হিসেবে নিয়ােগ প্রাপ্তির পর সংশ্লিষ্ট আইন উপদেষ্টা প্রতিমাসে রিটেইনার ফি হিসাবে ৮ ১,০০০,০০ (এক হাজার) টাকা পাবেন।
নিয়ােজিত আইন উপদেষ্টা ও প্যানেলভুক্ত আইনজীবীগণ আদালতে মােকদ্দমা দায়ের ও পরিচালনার জন্য পৃথকভাবে বিজিডিসিএল-এর নির্ধারিত হারে ফি পাবেন। অন্য কোন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে কর্মরত আইনজীবীগণ বিজিডিসিএল-এর আইন উপদেষ্টা হিসেবে আবেদনের জন্য যােগ্য বিবেচিত হবেন না।
২ (দুই) কপি আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম/স্বামীর নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা উল্লেখক্রমে আবেদনকারীর নাগরিকত্ব, অভিজ্ঞতা ও যােগ্যতার সনদপত্রের সত্যায়িত ২ (দুই) কপি এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপাের্ট সাইজের ২ (দুই) কপি সদ্য তােলা ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে এ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে সচিব, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, প্রধান কার্যালয়, চাঁপাপুর, কুমিল্লা-এর বরাবরে অবশ্যই পৌছাতে হবে। দরখাস্ত এবং খামের উপর “আইন উপদেষ্টা/প্যানেল এডভােকেট পদের জন্য আবেদনপত্র” কথাগুলাে লিখা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে / সরাসরি |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।