ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ৩০,০০০/- |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ১৫, ২০২০ |
আবেদন শেষঃ | সেপ্টেম্বর ২৮, ২০২০ |
অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Employment Investment Program (SEIP) এর অর্থায়নে পরিচালিত BMET-SEIP Unit এর মেয়াদকালীন সময়ের জন্য হিসাবরক্ষক ও কম্পিউটার অপারেটর পদে সাকুল্য বেতনে অস্থায়ী ও সম্পূর্ণ খন্ডকালীন ভিত্তিতে নিয়ােগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
১। ইন্টারভিউ এর সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি ও ১ সেট (১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে: (ক) সকল শিক্ষাগত যােগ্যতার মূল/সাময়িক সনদপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট/ মার্কশীট। (খ) সাম্প্রতিক তােলা দুই কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি। (গ) অভিজ্ঞতার সনদপত্র। অনলাইনে ejobscircular.com এ চাকরি খুজুন । (ঘ) জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ। ২। ২৮/০৯/২০২০ খ্রিঃ তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর। ৩। আবেদনকারীর মােবাইল নম্বরে ইন্টারভিউ এর তারিখ ও স্থানের নাম মেসেজ এর মাধ্যমে জাননাে
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
৪। অংশগ্রহণকারীদের পরীক্ষার ফলাফল BMET-SEIP Unit নােটিশ বাের্ডে এবং বিএমইটির ওয়েবসাইট (www.bmet.gov.bd) এ পাওয়া যাবে। ৫। ভুল তথ্য সম্বলিত, ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। ৬। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। ৭। যে কোন আবেদনপত্র গ্রহণ/বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আবেদন প্রক্রিয়াঃ | ই-মেইল ঠিকানায় |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।