ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৩০ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ২২,৫০০/= |
পদ সমূহঃ | মেকানিক্যাল ট্রান্সপাের্ট ড্রাইভার (এমটিডি) |
আবেদন শুরুঃ | জুলাই ২৬, ২০২২ |
আবেদন শেষঃ | আগস্ট ২১, ২০২২ |
বাংলাদেশ বিমান বাহিনীতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেকানিক্যাল ট্রান্সপাের্ট ড্রাইভার (এমটিডি) প্রচলিত বিধি মােতাবেক নিম্ন বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী পুরুষ নাগরিকদের (বিবাহিত/অবিবাহিত) নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাইতেছেঃ
অনুবাদে দক্ষতা অর্জনের কলাকৌশল সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
শর্তাবলীঃ
১। আগ্রহী প্রার্থীদের দরখাস্ত স্বহস্তে পুরণ করিয়া ডাকযােগে ২১ আগষ্ট ২০২২ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে (১৪৩০ ঘটিকা) অধিনায়ক, বিমান বাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ ঠিকানায় পৌছতে হইবে। হাতে হাতে আবেদন পত্র জমা গ্রহণযােগ্য নহে।
২। প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে “বিমান বাহিনী কেন্দ্রীয় বেসরকারী তহবিল” এর অনুকূলে ২০০ (দুইশত) টাকা মূল্যের অফেরতযােগ্য ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার সংযুক্ত করিতে হইবে (পােষ্টাল অর্ডার গ্রহণযােগ্য হইবে না)। ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার অবশ্যই ঢাকা হ মহাখালী/ফার্মগেইটাকাওরান বাজার ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অগ্রণী/সােনালী/জনতা ব্যাংকে পরিশােধযােগ্য হইতে হইবে । বর্ণিত এলাকাসমুহ ব্যতীত অন্য কোন এলাকায় পরিশােধযােগ্য ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার গ্রহণযােগ্য হইবে না। ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার ব্যতীত আবেদনপত্র সরাসরি বাতিল বলিয়া গণ্য হইবে ।
৩। সদ্যতােলা পাসপাের্ট সাইজের ৪(চার) কপি সত্যায়িত রঙ্গিন ছবি সংযুক্ত করিতে হইবে।
৪। সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট, মার্কশীট এবং প্রশংসা পত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করিতে হইবে।
৫। ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত অনুলিপি সংযুক্ত করিতে হইবে।
৬। অভিজ্ঞতা সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত অনুলিপি সংযুক্ত করিতে হইবে।।
৭। রেজিষ্টার্ড ডাকযােগে এ্যাডমিট কার্ড পাঠানাের জন্য ১০ টাকার ডাকটিকিট সম্বলিত প্রার্থীর ঠিকানা ও মােবাইল নম্বরসহ ৪” X ৮” সাইজের খাম সংযুক্ত করিতে হইবে।
৮। নাগরিকত্বের স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র / জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করিতে হইবে।
৯। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করিতে হইবে।
১০। খামের উপর প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করিতে হইবে।
১১। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।
১২। আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র ফেরৎ দেওয়া হইবে না।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
১৩। নিয়ােগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। আবেদনপত্রের উপর কোন ধরনের সুপারিশ অযােগ্যতা হিসাবে গণ্য হইবে। ১৪। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্য সম্বলিত অথবা বিলম্বেপ্রাপ্ত আবেদনপত্রসমূহ বাতিল বলিয়া গণ্য হইবে। আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষেত্রে কোন কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলিয়া গণ্য হইবে।
১৫। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ এসএমএস/পত্র মারফত এবং অত্র অফিসের ওয়েব সাইটের (www.baf.mil.bd) মাধ্যমে জানানাে হইবে।
১৬। কর্তৃপক্ষ উল্লিখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।