ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৩৫ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ১১০০০-২৬৫৯০/= |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | জানুয়ারি ২৯, ২০২১ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ২৫, ২০২১ |
বান্দরবান পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত পরিবার পরিকল্পনা বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণির রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত শূণ্য পদ পূরণের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নোক্ত শর্তসাপেক্ষে অনলাইনে কিংবা স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শর্ত ও নিয়মাবলী ঃ ০১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে । ০২।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ওয়েব সাইট www.bhdc.gov.bd.-তে প্রবেশ করে অভ্যন্তরীন ই-সেবায় * অনলাইন চাকরি আবেদন ” অপশনে অথবা http://www.bhdc.eservicebd.com প্রবেশ করে Online এর মাধ্যমে অথবা সরাসরি চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২০ তারিখ বিকাল ০৫:০০ টার মধ্যে আবেদন করতে/ লিখিত চাকরি আবেদন পৌঁছাতে হবে। Online আবেদনের ক্ষেত্রে প্রার্থীর রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel / 5 x 5 সে.মি. এবং স্বাক্ষর ( দৈর্ঘ ৩০০ x প্রস্থ
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
৮০) pixel করে নির্ধারিত স্থানে আপলােড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ ৬০ kb এর মধ্যে হতে হবে। ০৪। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করার পর প্রার্থী একটি Application ID সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant Copy
ডাউনলােড অথবা প্রিন্ট করে সংরক্ষণ করবেন। ০৫। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৩য় শ্রেণির পদের জন্য (১১-১৬ নং গ্রেডভুক্ত ) প্রতি আবেদনে প্রদেয় (৩০০ টাকা
+ সার্ভিস চার্জ) এবং ৪র্থ শ্রেণির (গ্রেড ২০) জন্য প্রদেয় (২০০ টাকা + সার্ভিস চার্জ) অফেরৎযােগ্য নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ি বিকাশে এর মাধ্যমে আবেদন Submit করার ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। Application
ID ও Mobile number দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উক্ত ওয়েব সাইট লিংক থেকে পুনরূদ্ধার করতে পারবেন। ০৬। বিকাশের মাধ্যমে টাকা পাঠানাের প্রক্রিয়া :
১ম ধাপ : ডায়াল *২৪৭# ২য় ধাপ : Payment অপশন বেছে নিন ৩য় ধাপ : বিকাশ মার্চন্ট একাউন্ট- 01716-162270 ৪র্থ ধাপ : টাকার পরিমাণ। ৬ষ্ঠ ধাপ : রেফারেন্স/তথ্য সূত্র হিসেবে আপনার আবেদন নম্বরটি দিন ৭ম ধাপ : কাউন্টার নম্বর হিসেবে ০ দিন। ৮ম ধাপ : লেনদেন নিশ্চিত করতে pin নম্বর প্রবেশ করুন : XXXX ( বিকাশ থেকে প্রাপ্ত sms টি সংরক্ষণ করুন। পরবর্তীতে যেকোন
সমস্যা সমাধানের জন্য বিকাশ থেকে প্রাপ্ত Transsaction ID টি প্রয়ােজন হবে)। ৯ম ধাপ : ওয়েব সাইট থেকে Payment status চেক করে নিন
সরাসরি আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। (ক) সদ্য তােলা পাসপাের্ট সাইজের ৩ (তিন) কপি সত্যায়িত রঙিন ছবি। (খ) সকল শিক্ষাগত যােগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি (মার্কশীট/প্রশংসা পত্র গ্রহণযােগ্য নয়)। (গ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি। (ঘ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। (ঙ) বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণে সার্কেল চীফ/ জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ পত্রের সত্যায়িত ফটোকপি। (চ) সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি (ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক পদের ক্ষেত্রে ইউনিয়ন ও ওয়ার্ডের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে)। (ছ) অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি (প্রযােজ্য ক্ষেত্রে)। (জ) পরীক্ষার ফি বাবদ ৩য় শ্রেণির (১১-১৬ নং গ্রেডভুক্ত) পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা এবং ৪র্থ শ্রেণির (১৭-২০ নং গ্রেডভুক্ত) পদের জন্য ২০০/- (দুইশত) টাকা তফসিলি ব্যাংক হতে চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর অনুকূলে ইস্যুকৃত ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার (অফেরৎযােগ্য)। (ঝ) ছবি ও কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা (নামসহ সীল দ্বারা) কর্তৃক সত্যায়িত হতে হবে। (ঞ) খামের উপর পদের নাম (লালকালিতে) অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীর বয়স ২৭ সেপ্টেম্বর, ২০২০ খ্রিঃ তারিখে ১৮ হইতে ৩০ বছর মধ্যে হতে হবে। শুধুমাত্র মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পােষ্য এবং শারীরিক প্রতিবন্ধি দের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত প্রযােজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের বিবেচনায় যােগ্য প্রার্থীদের লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর বর্তমান ঠিকানায় ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই সকল প্রকার সনদের মূল কপি উপস্থাপন করতে হবে। প্রয়ােজনবােধে নিয়ােগ বিজ্ঞপ্তির বিষয়ে কোন তথ্য জানার জন্য জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যােগাযােগ করা যেতে পারে। আবেদনপত্র বাছাই ও নিয়ােগের ক্ষেত্রে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে। ব্যতিরেকে এই নিয়ােগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
তারিখ :৭/৯/২০২০ খ্রি: অনুলিপি : অবগতি ও কার্যার্থে – ( জ্যেষ্ঠতাক্রমানুসারে নয় )
সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় /পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ০৬ কাওরান বাজার, ঢাকা-১২১৫। মুখ্য নির্বাহী কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙামাটি। ব্রিগেড কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়ন, বান্দরবান। পরিচালক, পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম বিভাগ, চট্রগাম। জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
মুখ্য নির্বাহী কর্মকর্তা, বান্দরবান/রাঙামাটি/খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। | ৮|| মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা।
চেয়ারম্যান, বান্দরবান সদর/রােয়াংছড়ি/রুমা/থানছি/লামা/আলীকদমনাইক্ষ্যংছড়ি, বান্দরবান। ১১। মেয়র, বান্দরবান পৌরসভা/ লামা পৌরসভা, বান্দরবান। ১২। উপপরিচালক, পরিবার পরিকল্পনা, বান্দরবান। ১৩। জেলা তথ্য অফিসার, বান্দরবান পার্বত্য জেলা।, বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণের অনুরােধসহ।। ১৪। জেলা প্রতিনিধি, দৈনক কালের কষ্ট/রবেন…….. উক্ত বিজ্ঞপ্তিটি অনুলিপি অংশবাদে শুধুমাত্র ন্যূনতম সাইজে একটি সংখ্যায় আগামী
১০/৯/২০২০ খ্রিঃ তারিখের মধ্যে তার পত্রিকায় প্রকাশ পূর্বক প্রকাশিত সংখ্যার ২ কপি পত্রিকা প্রেরণ করতে হবে। ১৫। নােটিশ বাের্ড/ওয়েবসাইট/অফিস কপি।
তারিখ :৭/৯/২০২০ খ্রি: অনুলিপি : অবগতি ও কার্যার্থে – ১। জনাব ক্যসা/কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা/থােয়াইচাহ্রা/লক্ষীপদ দাশ/জুয়েল বম/ মাে: মােজাম্মেল হক বাহাদুর/সিংইয়ং ম্রো/ম্রাসা খেয়াং/ফাতেমা পারুল/তিংতিংম্যা/ফিলিপ ত্রিপুরা/ক্যানে ওয়ান চাক, সম্মানিত সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। ২। জনসংযােগ কর্মকর্তা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ- বিজ্ঞাপনটি পরিষদের ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রেরিত।
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইনে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।