ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | অপ্রকাশিত |
---|---|
বেতন গ্রেডঃ | অপ্রকাশিত |
পদ সমূহঃ | খামার সহায়ক |
আবেদন শুরুঃ | নভেম্বর ৪, ২০২০ |
আবেদন শেষঃ | নভেম্বর ১০, ২০২০ |
বার্ড প্রদর্শনী মৎস্য খামারে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতনে একজন খামার সহায়ক নিয়ােজনের জন্য নিম্নে উল্লিখিত শর্তাবলীর আলােকে উপযুক্ত প্রার্থীগণের নিকট হতে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
অনুবাদে দক্ষতা অর্জনের কলাকৌশল সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শর্তাবলী : ১) প্রার্থীকে অবশ্যই নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র স্বহস্তে পূরণ করে আগামী ১০/১১/২০২০ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে
ডাকযােগে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে ১(এক) কপি পাসপাের্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের ফটোকপি ও শিক্ষাগত যােগ্যতার সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের ফরম্যাট বার্ডের মূল ফটকে পাওয়া যাবে এবং বার্ডের অফিসিয়াল ওয়েবসাইজ (www.bard.gov.bd) হতে ডাউনলােড করা যাবে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
২) ১০/১১/২০২০ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।
৩) প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে মৎস্য/কৃষি/পােস্ট্রি/ডেইরী খামার ব্যবস্থাপনায় অভিজ্ঞ
প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য। নিয়ােজনের ক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেছে এমন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৪) প্রার্থীকে কায়িক শ্রমে দক্ষ হতে হবে এবং মৎস্য খামারে দৈনিক মাছের খাদ্য প্রয়ােগ, প্রয়ােজনীয় ক্ষেত্রে চুন/সার/ঔষধ প্রয়ােগ,
বায়ােফ্লক ইউনিটের পরিচর্যা, বাগান পরিচর্যা সহ প্রকল্প পরিচালকের নির্দেশে আনুষঙ্গিক অন্যান্য কাজ করতে হবে। নিয়ােজনপ্রাপ্ত হলে প্রার্থীকে সার্বক্ষণিক বার্ড প্রদর্শনী মৎস্য খামারে অবস্থান করতে হবে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
নিয়ােজনপ্রাপ্ত প্রার্থীর চাকুরী কোনােভাবেই বার্ডে নিয়মিত/স্থায়ী হিসেবে গণ্য হবে না এবং এ নিয়ােজন ভবিষ্যতে বার্ড, কুমিল্লায় কোনাে চাকুরীর স্বত্ব সৃষ্টি করবে না। খামার সহায়ক পদে নিয়ােজন প্রাপ্ত প্রার্থীর বেতন আলােচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
৬) অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন
তথ্য, নিয়ােজন কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়ােজনের পরেও অসত্য/ভুয়া/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তাঁহার আবেদনপত্র নির্বাচন বা নিয়ােজন সরাসরি বাতিল করা হবে।
আগ্রহী প্রার্থীগণকে প্রয়ােজনীয় কাগজপত্রদি সহ নির্ধারিত ফরম্যাটে স্বহস্তে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র আগামী ১০/১১/২০২০ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে ডাকযােগে/সরাসরি পৌছানাের জন্য অনুরােধ করা যাচ্ছে। আবেদনকৃত | প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১২/১১/২০২০ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় একাডেমির ৪নং শ্রেণীকক্ষে উপস্থিত থাকার জন্য অনুরােধ জানানাে যাচ্ছে। লিখিত পরীক্ষার সময় শিক্ষাগত যােগ্যতার মূল সনদ, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এবং আবেদনপত্রের সাথে দাখিলকৃত অন্যান্য সনদের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে।
ht৷
(মােঃ সফিকুল ইসল
অনুলিপি : ১. পরিচালক (প্রশাসন), বার্ড
পরিচালক (পল্লী অর্থনীতি ও ব্যবস্থাপনা) । ২. পরিচালক (প্রকল্প), বার্ড। ৩. নিয়ােজন কমিটির সদস্যবৃন্দ, বার্ড।।
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
আহবায়ক, নিয়ােজন কমিটি ৪. সহকারী পরিচালক (উন্নয়ন যােগাযােগ), বার্ড- বার্ড ওয়েবসাইটে প্রকাশের জন্য। ৫. হিসাব রক্ষণ কর্মকর্তা, বার্ড। ৬. মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী-মহাপরিচালক মহােদয়ের সদয় অবগতির জন্য। ৭. অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী- অতিরিক্ত মহাপরিচালক মহােদয়ের সদয় অবগতির জন্য। ৮. সকল নােটিশ বাের্ড, বার্ড, বাংলাদেশ সমবায় একাডেমি, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, টিটিসি, টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লা কৃষি ও
কারিগরি কলেজ। ৯. অফিস কপি/মাস্টার কপি।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।