ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ১৪ তম |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | মার্চ ৯, ২০২০ |
আবেদন শেষঃ | মার্চ ২৫, ২০২০ |
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর উন্নয়ন শীর্ষক প্রকল্পে নিম্নেবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে প্রকল্প চলাকালীন সময়ে জনবল নিয়ােগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে :
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
শর্তাবলী ১। আগ্রহী প্রার্থীদের দরখাস্ত স্বহস্তে পূরণ করিয়া ডাকযােগে ২৫ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে (১৫০০ ঘটিকা) ডেপুটি রেজিস্ট্রার
ফ্লাট বা প্লট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
(সংস্থাপন শাখা), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬ ঠিকানায় পৌছাইতে হইবে। ২। আবেদন ফরম অত্র বিশ্ববিদ্যলয়ের ওয়েব সাইট www.bup.edu.bd/career এ পাওয়া যাইবে। উল্লেখিত পদের জন্য ফরম নং-০৩ স্বহস্তে
পূরণ করিয়া দাখিল করিতে হইবে। উল্লেখিত পদ সমূহের জন্য প্রকল্প পরিচালক” বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (১ম সংশােধিত) শীর্ষক প্রকল্প এর অনুকুলে ২০০/(দুইশত) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য) আবেদনের সঙ্গে সংযুক্ত করিতে হইবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার
নম্বর, ব্যাংকের নাম, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করিতে হইবে। ৪। সদ্যতােলা পাসপাের্ট সাইজের ৪ (চার) কপি সত্যায়িত রঙ্গিন ছবি সংযুক্ত করিতে হইবে।
জমি ক্রয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট, মার্কশীট এবং প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করিতে হইবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান হইতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি সমমান নির্ধারণী পত্রের সত্যায়িত কপি। অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করিতে হইবে।
মুক্তিযােদ্ধা,শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র/কন্যাদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত সনদের সত্যায়িত কপি ও অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে নিজ নিজ জেলা প্রশাসক(উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সত্যায়িত সংশ্লিষ্ট সার্টিফিকেটের কপি আবেদনের সাথে সংযুক্ত করিতে হইবে। কোটা সম্পর্কিত প্রচলিত সরকারী নীতিমালা অনুসরণ করা হইবে।
আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চসীমার মধ্যে থাকিতে হইবে। তবে নিয়ােগকারী কর্তৃপক্ষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর বয়সসীমা যৌক্তিকভাবে শিথিল করিতে পারিবেন এবং মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য।
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতর পদে আবেদনের জন্য বয়সসীমা প্রযােজ্য নহে। খামের উপর প্রার্থীর নিজ জেলা, পদের নাম উল্লেখ করিতে হইবে। ফরমে অবশ্যই নিজ মােবাইল ফোন নম্বর উল্লেখ করিতে হইবে। নিয়ােগ সংক্রান্ত
যােগাযােগ মােবাইল ফোনে SMS এর মাধ্যমে করা হইবে। ১০। বর্ণিত পদের জন্য ০৩ সেট আবেদনপত্র (প্রযােজ্য সকল কাগজপত্রসহ) A4 Size/Legel Size খামে ভরিয়া উপরােক্ত ঠিকানায় দাখিল করিতে
হইবে।
| চাকুরীরত প্রার্থীদেরকে তাদের স্ব-স্ব নিয়ােগকারী কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে। ১২। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না। ১৩। আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র ফেরৎ দেওয়া হইবে না।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
নিয়ােগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলিয়া গণ্য হইবে। আবেদনপত্রের উপর কোন ধরণের সুপারিশ অযােগ্যতা হিসাবে গণ্য হইবে। ১৫। অসম্পূর্ন, ক্রটিপূর্ণ, ভুল তথ্য সম্বলিত অথবা বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলিয়া গণ্য হইবে। আবেদন গ্রহণ অথবা বাতিল করার ক্ষেত্রে কোন কারণ।
দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার তারিখ এসএমএস/পত্র মারফত এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে জানানাে হইবে। কর্মকর্তা কর্মচারী নিয়ােগের জন্য গ্রেডিং পদ্ধতির সংগে বিভাগ/শ্রেণির সমতাকরণের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ’র জন্য শিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং-শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ সংখ্যক প্রজ্ঞাপন, তারিখ ০২ মার্চ ২০১০ এবং বিশ্ববিদ্যলয়ের পরীক্ষার সিজিপিএ’র জন্য শিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং- শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ সংখ্যক প্রজ্ঞাপন, তারিখ ০২ জুন ২০০৯ অনুসৃত হইবে।
দলিল কি? ,দলিল সম্পর্কে বিস্তারিত
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।