ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ১ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ১,০০,০০০/= |
পদ সমূহঃ | আয়কর উপদেষ্টা |
আবেদন শুরুঃ | জুলাই ২১, ২০২০ |
আবেদন শেষঃ | আগস্ট ৬, ২০২০ |
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে আয়কর উপদেষ্টা/আইনজীবী পদে চুক্তিভিত্তিক অস্থায়ী ভিত্তিতে নিম লিখিত শর্তসাপেক্ষে নিয়ােগের নিমিত্ত বাংলাদেশের ঢাকাস্থ স্থায়ীভাবে বসবাসকারী শারীরিক ও মানসিকভাবে সুস্থ নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
দরখাস্তকারীকে নিজ হাতে সাদা কাগজে নিম্নবর্ণিত তথ্য ও চাহিদা প্রতিপালনপূর্বক আবেদন করতে হবে।
১। (ক) নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (চ) জন্ম তারিখ (ছ) শিক্ষাগত যােগ্যতার পূর্ণ বিবরণ (জ)অভিজ্ঞতা (ঝ) নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয়পত্র (ঞ) বার কাউন্সিল ও ট্যাক্স বারের মেম্বারশীপের সনদপত্র এবং সদ্য তোলা পাসপাের্ট সাইজের ২ (দুই) কপি রঙিন ছবি সত্যায়নপুর্বক দাখিল করতে হবে।
২। চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, পরিবহন ভবন, ২১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ এর বরাবরে আবেদনপত্র আগামী ০৬/০৮/২০২০ ইং তারিখের মধ্যে ডাকযােগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে নিঃস্বাক্ষরকারীর দপ্তরে পৌছাতে হবে। উক্ত তারিখের পর কোন দরখাস্ত গ্রহণ করা হবে না।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
৩। বিআরটিসি এর আয়কর এসেসমেন্টের জন্য প্রতি করবৎসরে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করা হবে। তাছাড়া কেস ট্রাইব্যুনাল পর্যায়ে গেলে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অতিরিক্ত প্রদান করা হবে।
৪। নথি পত্রে মতামত প্রদান, আলাপ-আলােচনা ও সংশ্লিষ্ট অন্যান্য কাজের জন্য আয়কর উপদেষ্টা বিআরটিসি কর্তৃক নির্ধারিত হারে রিটেইনার ফি পাবেন।
৫। নিয়ােগ সংক্রান্ত সরকারী অপরাপর বিধিবিধান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং-এর যাবতীয় আদেশ-নির্দেশ যথাযথভাবে প্রতিপালন করা হবে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
৬। খামের উপরে অবশ্যই প্রার্থীত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৭। মৌখিক সাক্ষাৎকারের সময় প্রয়ােজনীয় সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।
৮। বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও www.brtc.gov.bd (ঠিকানা) ওয়েবসাইটে পাওয়া যাবে।
৯। উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযােজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে মন্ত্রণালয় (বিআরটিসি) কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযােজ্য হবে।
১০। নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১১। কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশােধন, বাতিল কিংবা বা যে কোন শর্ত শিথিল ও নতুন শর্ত সংযােজনের ক্ষমতা সংরক্ষণ করেন।
অনলাইনে নিজের টাকা নিরাপদে রাখবেন কীভাবে?
আবেদন প্রক্রিয়াঃ | দরখাস্ত আহ্বান করা যাচ্ছে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।