ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২৫৫০টি |
---|---|
বেতন গ্রেডঃ | ১৬,০০০-৩৮,৬৪০/= |
পদ সমূহঃ | সিনিয়র স্টাফ নার্স |
আবেদন শুরুঃ | মার্চ ১, ২০২০ |
আবেদন শেষঃ | মার্চ ২৯, ২০২০ |
পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, ঢাকা, নিম্নলিখিত পদে সরাসরি নিয়ােগের জন্য যােগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করছেনঃ
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ফ্লাট বা প্লট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
জমি ক্রয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস এবং নন-ক্যাডার পরীক্ষার নীতিমালা কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে। ২১. লিখিত পরীক্ষায় উত্তর প্রদানের ভাষাঃ বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট ভাষাতে লিখতে হবে। অন্যান্য বিষয়ের প্রশ্নের উত্তর বাংলা বা ইংরেজি-এর যেকোনাে একটি’তে লিখা যাবে। একটি
বিষয়ের উত্তরে উভয় ভাষা ব্যবহার করা যাবেনা তবে technical শব্দসমূহ ইংরেজিতে লেখা যাবে। কোনাে বিষয়ের প্রশ্নপত্রে অন্য কোনােরূপ নির্দেশ থাকলে উক্ত বিষয়ের ক্ষেত্রে ঐ নির্দেশ অনুযায়ী।
প্রশ্নোত্তর লিখতে হবে। ২২. এই বিজ্ঞপ্তিতে যেসকল শর্ত আরােপ করা হয়েছে তা আবেদনপত্র (BPSC Form-5A) এর কোনাে শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে এই বিজ্ঞপ্তির শর্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তবে কোনাে বিষয়
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
অনুল্লিখিত থাকলে অথবা ব্যাখ্যার প্রয়ােজন হলে কমিশন এ ব্যাপারে প্রয়ােজনীয় সিদ্ধান্ত প্রদান করবে। প্রার্থীকে অবশ্যই মৌখিক পরীক্ষার বাের্ডে অতিরিক্ত ০১(এক) সেট BPSC Form-5A (Applicant’s Copy) ওয়েবসাইট থেকে ডাউনলােডপূর্বক শিক্ষাগত যােগ্যতার সকল সনদের সত্যায়িত কপি, মুক্তিযােদ্ধার প্রমাণ হিসাবে সংশ্লিষ্ট কাগজপত্র (প্রযােজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, চাকুরিরত প্রার্থীদের নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের সত্যায়িত কপি (প্রযােজ্য ক্ষেত্রে), প্রবেশপত্রের কপি, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত সনদের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি এবং কমিশন কর্তৃক চাহিত অন্যান্য তথ্যাদি জমা দিতে
হবে। প্রত্যেক ডকুমেন্টের উপর অবশ্যই প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। ২৪. মৌখিক পরীক্ষার বাের্ডে শিক্ষা বাের্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল মূল অথবা সাময়িক সনদের কপি, BPSC Form-5A (Applicant’s Copy), প্রবেশপত্রের কপি, বাংলাদেশ নার্সিং ও | মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত সনদের মূলকপি, মুক্তিযােদ্ধার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট সনদের মূল কপি এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই দাখিল করতে হবে। সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/ স্থানীয় সংস্থায় চাকুরিরত প্রার্থীদেরকে নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার বাের্ডে দাখিল করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ
করা হবে না। মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে প্রার্থীদের নামে কোনাে সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। অনলাইনে রেজিস্ট্রেশনকালে ডাউনলােডকৃত প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযােজ্য হবে। ২৫. প্রার্থীদের অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বিপিএসসি এর ওয়েবসাইট নিয়মিতভাবে ভিজিট করতে হবে। এছাড়া কর্ম কমিশন সচিবালয়ে অফিস চলাকালিন সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত
| ৫৫০০৬৬৫৭ এবং ৫৫০০৬৮৩৪ টেলিফোন নম্বরে যােগাযােগ করে তথ্য জানা যাবে। ২৬. নতুন পদ সৃষ্টি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত পদসংখ্যা বাড়ানাে হতে পারে। ২৭. কেন্দ্রভিত্তিক রেজিস্ট্রেশন নম্বরঃ প্রার্থীকে ঢাকা রাজশাহী চট্টগ্রামখুলনাবরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ কেন্দ্রের মধ্যে যেকোনাে একটি কেন্দ্রের বিপরীতে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রার্থী | যে কেন্দ্র নির্বাচন করবেন সে কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরের রেজ হতে কম্পিউটারাইজড পদ্ধতিতে প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে। তবে বাছাইলিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা
কেবলমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।। ২৮. বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চুড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে। ২৯. আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএস এর মাধ্যমে ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলি এবং অন্যান্য পালনীয় বিষয়সমূহ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের Web
address : www.bpsc.gov.bd এবং টেলিটকের Web address : http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইনে আবেদন করতে হবে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।