ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | বিজ্ঞপ্তি দেখুন |
---|---|
বেতন গ্রেডঃ | আলোচনা সাপেক্ষে |
পদ সমূহঃ | বহিঃ নিরীক্ষক |
আবেদন শুরুঃ | ফেব্রুয়ারি ১৭, ২০২০ |
আবেদন শেষঃ | মার্চ ১০, ২০২০ |
বাংলাদেশ পেট্রোলিয়াম করপােরেশনের ২০১৯-২০২০ এবং তৎপরবর্তী দুই (২০২০-২০২১ ও ২০২১-২০২২) অর্থবছরের চূড়ান্ত হিসাব নিরীক্ষার জন্য বহিঃ নিরীক্ষক নিয়ােগের লক্ষ্যে ব্যবসায়িকভাবে সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম তালিকাভুক্তির নিমিত্ত আগ্রহী প্রতিষ্ঠানসমূহের নিকট হতে এক খাম বিশিষ্ট আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত তথ্যাদি সন্নিবেশ করে প্রস্তাব দাখিল করতে হবে :
১) নিরীক্ষা অফিসের অবস্থান :
(ক) চট্টগ্রামে অফিস থাকিলে তার বিবরণ;
(খ) চট্টগ্রাম ব্যতীত অন্যত্র অফিস থাকিলে তার বিবরণ; ২) অংশীদারী ও একক মালিকানার ফার্ম :
(ক) ফার্মের মালিকানার ধরন অংশীদারী ফার্ম/রেজিস্টার্ড ফার্ম সংক্রান্ত বিবরণ ও | দলিলাদি;
(খ) একক মালিকানা হলে তার বিবরণ ও সনদ; ৩) বিশেষ যােগ্যতাসম্পন্ন সহকারীগণের (সিএ কোর্স সম্পন্ন কমপক্ষে ৩ জন যারা | সক্রিয়ভাবে নিরীক্ষা কাজে নিয়ােজিত থাকবেন) জীবন বৃত্তান্ত (প্রয়ােজনীয় সনদসহ); ৪) এমবিএ/এমকম/আইসিএমএ এবং কম্পিউটার প্রশিক্ষণসহ কমপক্ষে ৩ জনের জীবন | বৃত্তান্ত (প্রয়ােজনীয় সনদসহ); ৫) বহিঃ নিরীক্ষক হিসাবে অভিজ্ঞতার বিবরণ (সনদসহ)। বাৎসরিক হিসাব নিরীক্ষার জন্য দুইটি অডিট ফার্মকে যুগ্মভাবে নিয়ােগের জন্য তালিকাভুক্ত করা হবে। যুগ্ম অডিটর হিসাবে কাজ করার বিষয়ে প্রত্যাশিত অডিট ফি-এর পরিমাণ (ভ্যাট ও ট্যাক্সসহ) আবেদনপত্রে উল্লেখ করতে হবে। নির্ধারিত বাৎসরিক অডিট ফি উভয় ফার্মের মধ্যে সমহারে বিভাজ্য হবে। আগ্রহী অডিট ফার্মসমূহকে উপরােক্ত তথ্যাদির স্বপক্ষে প্রয়ােজনীয় কাগজপত্র, ছবি, সনদ ইত্যাদি ফার্মের প্রিন্সিপাল কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। তালিকাভুক্তির জন্য আগ্রহী অডিট ফার্মসমূহকে আগামী ১০/০৩/২০২০ তারিখ বেলা ১১.০০ ঘটিকার মধ্যে বিপিসি’র নিরীক্ষা বিভাগে রক্ষিত নির্ধারিত বাক্সে জমা করতে হবে। প্রাপ্ত প্রস্তাবসমূহ একইদিন বেলা ১২.০০ মিঃ ঘটিকায় দাখিলকারী প্রতিষ্ঠানসমূহের সম্মুখে (যদি কেহ উপস্থিত থাকেন) খােলা হবে। যে কোন তথ্যের জন্য বিপিসি’র মহাব্যবস্থাপক (নিরীক্ষা) (ফোন-০৩১-৭১৬৩৩৫)-এর সাথে যােগাযােগ করা যেতে পারে। অডিট ফার্ম নির্বাচন ও নাম তালিকাভুক্তির ক্ষেত্রে বিপিসির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। বিপিসি কোনােরূপ কারণ দর্শানাে ব্যতিরেকে অত্র বিজ্ঞপ্তি সংশােধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।