ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | অপ্রকাশিত |
---|---|
বেতন গ্রেডঃ | ১৭৫,০০০ টাকা |
পদ সমূহঃ | নির্বাহী প্রেসিডেন্ট |
আবেদন শুরুঃ | জুন ১৫, ২০২০ |
আবেদন শেষঃ | জুলাই ৫, ২০২০ |
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পুঁজিবাজারের তাত্ত্বিক এবং প্রায়ােগিক জ্ঞান প্রসারের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট এর শূন্য পদে পূর্ণকালীন নিয়ােগের নিমিত্তে নিম্নে বর্ণিত যােগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
দায়িত্ব ও কর্তব্যঃ * বিআইসিএম পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও নির্দেশনার আলােকে ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধান করা; T* ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন ও কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও নেতৃত্বদান করা; T* শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম তদারক করা ও তাতে অবদান রাখা।
শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য যােগ্যতাঃ ফিন্যান্স, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান, আইন, ব্যবস্থাপনা বা ব্যবসা প্রশাসন এ স্নাতকোত্তর ডিগ্রী। শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রে সকল। পরীক্ষার (এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর) মধ্যে কমপক্ষে ০৩টি ১ম বিভাগ/শ্রেণী/সমমান জিপিএ থাকতে হবে। শিক্ষাগত |
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
যােগ্যতার কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমান জিপিএ গ্রহণযােগ্য নয়। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২৫ বৎসরের পেশাগত অভিজ্ঞতা। তথ্য যােগাযােগ প্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা। কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা অনন্য সাধারণ ব্যবস্থাপনা অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়ােজনীয় যােগ্যতা শিথীলযােগ্য। বয়সঃ আবেদনের সর্বশেষ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর। তবে অধিক যােগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য।
বেতন ও অন্যান্য সুবিধাঃ *প্রারম্ভিক মাসিক মূল বেতন ১৭৫,০০০.০০ টাকাসহ ইনস্টিটিউটের নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। * উৎসব ভাতা – বছরে ২ টি (মূল বেতনের সমপরিমাণ) ও নিয়মানুযায়ী বৈশাখী ভাতা। | * এছাড়াও বিধি মােতাবেক জ্বালানী ও চালকসহ একটি সার্বক্ষণিক গাড়ীর সুবিধা। চাকুরির শর্তাবলীঃ * চাকুরীর মেয়াদঃ ০৩ বছর (চুক্তি ভিত্তিক), কাজের মূল্যায়নের উপর ভিত্তি করে পরবর্তীতে মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
* চাকুরির অন্যান্য শর্তাবলী বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট এর কর্মচারী চাকুরি প্রবিধানমালা দ্বারা নিয়ন্ত্রিত হবে। [আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীগণকে ০৩ কপি পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগত যােগ্যতা এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট বরাবর নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্রটি https://bicm.ac.bd/about/career-and-recruitment for a TOT TICI * সাক্ষাতকারে অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। * আবেদনের শেষ তারিখঃ ০৫ জুলাই, ২০২০ বিশেষ দ্রষ্টব্যঃ বিআইসিএম এর স্মারক নং: বিআইসিএম/প্রশাসন/নি.প্র.নি/0০৩/২০-৭২; তারিখ: ২৬/০২/২০২০ এর মাধ্যমে প্রকাশিত নির্বাহী প্রেসিডেন্ট পিদের নিয়ােগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই।
চেয়ারম্যান পরিচালনা পর্ষদ বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট বিজিআইসি টাওয়ার (১ম-৪র্থ তলা ও ৯ম-১০তলা) ৩৪, তােপখানা রােড, ঢাকা-১০০০
আবেদন প্রক্রিয়াঃ | অনলাইন |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।