ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ১ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ৫০০০০-৭১২০০ |
পদ সমূহঃ | উপ-নৌ অধীক্ষক |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ১৭, ২০২০ |
আবেদন শেষঃ | অক্টোবর ১, ২০২০ |
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নিম্নবর্ণিত শূন্য পদে বিধি মােতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ পদের পার্শ্বে বর্ণিত বেতনক্রম অনুযায়ী লােক নিয়ােগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
প্রার্থীদেরকে নিম্নবর্ণিত তথ্যসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার গত ২৯ ডিসেম্বর ২০১৪ খ্রি. তারিখের স্মারক নং০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.১৪-০১ পরিপত্রে উল্লিখিত চাকরির আবেদনের মডেল ফরম অনুযায়ী চীফ পার্সোনেল ম্যানেজার ও কমিটির সদস্য-সচিব, বিআইডব্লিউটিসি, ২৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা-১০০০’ বরাবরে আবেদন করতে হবে-যা বিআইডব্লিউটিসি’র ওয়েবসাইট www.biwtc.gov.bd এ পাওয়া যাবে। শর্তাবলী : (ক) প্রার্থীদেরকে অবশ্যই ডাক্তারের সনদ অনুযায়ী সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং আবেদনপত্র সম্পূর্ণ বাংলায় লিখতে
হবে। বর্ণিত পদের জন্য বিআইডব্লিউটিসি’র অনুকূলে ৫০০/- টাকার পােষ্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ (পােষ্টাল অর্ডার অবশ্যই ৫০/- বা ১০০/- টাকা মূল্যমানের হতে হবে। আবেদনপত্র আগামী ০১/১০/২০২০ খ্রি. তারিখের মধ্যে শুধুমাত্র অফিস চলাকালীন সময়ে পৌছাতে হবে। অসম্পূর্ণ ও নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র বিবেচনা
করা হবে না। (খ) খামের উপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে। স্বাক্ষরবিহীন ও অস্পষ্ট আবেদনপত্র সরাসরি বাতিল
বলে গণ্য হবে। (গ) আবেদনপত্রের সাথে সদ্য তােলা পাসপাের্ট সাইজের ৫ (পাঁচ) কপি (ফ্রন্ট ভিউ) সত্যায়িত ছবি (পার্শ্ব ছবি গ্রহণযােগ্য হবে
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
) ব্যাংক ড্রাফট/পােষ্টাল অর্ডার/পে-অর্ডার এবং ১০ (দশ) টাকা মূল্যমানের ডাক টিকেট যুক্ত প্রার্থীর ঠিকানা সম্বলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে কোন সনদপত্র সংযােজনের প্রয়ােজন নেই। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় আবেদনের ঘােষণা মােতাবেক সকল সনদপত্রের এক সেট সত্যায়িত ফটোকপিসহ মূল্য কপি আনতে হবে।
আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে। T(ঘ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্থায়ীভাবে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে
হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিজ নিজ প্রতিষ্ঠানের অনাপত্তি সনদের মূল কপি অবশ্যই দাখিল করতে হবে। (ঙ) প্রার্থী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান/নাতি-নাতনী হলে প্রার্থীকে তার পিতা/মাতা/দাদা-দাদি/নানা-নানীর মুক্তিযােদ্ধা
প্রমাণের জন্য মুক্তিযােদ্ধা সনদপত্রের অনুলিপি ও ভারতীয় তালিকা/মুক্তিবার্তা/গেজেটের সংশ্লিষ্টাংশের ফটোকপি এবং মুক্তিযােদ্ধা মন্ত্রণালয়ের সর্বশেষ নীতিমালা অনুযায়ী প্রয়ােজনীয় কাগজপত্র, মুক্তিযােদ্ধার সাথে সম্পর্ক উল্লেখ পূর্বক ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/উপযুক্ত সনদসহ পিতা/মাতার জাতীয় পরিচয় পত্রের কপি ১ম শ্রেণীর গেজেটেড | কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। (চ) লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। (ছ) বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা, হ্রাস, বৃদ্ধি এবং বাতিল/প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। T(জ) নিয়ােগের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোন প্রকার আপত্তি গ্রহণযােগ্য হবে না। (ঝ) যথাযথ কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ছাড়াই যে কোন আবেদন বাতিল করার ক্ষমতা রাখে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।