ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২৯ জন |
---|---|
বেতন গ্রেডঃ | বিজ্ঞপ্তি দেখুন |
পদ সমূহঃ | ৫ টি ভিন্ন পদে |
আবেদন শুরুঃ | জুলাই ২৭, ২০২২ |
আবেদন শেষঃ | আগস্ট ২০, ২০২২ |
দৈনিক মজুরী ভিত্তিক “কাজ নেই মজুরী নেই” (No Work No Pay) অস্থায়ী কর্মী/শ্রমিক নিয়ােগ বিজ্ঞপ্তি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংবিধিবদ্ধ সংস্থা বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্ট-এর নিম্নোক্ত কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক মজুরী ভিত্তিক “কাজ নেই মজুরী নেই” (No Work No Pay) ভিত্তিতে ২৯ (ঊনত্রিশ) জন কর্মী/শ্রমিক নিয়ােগ করা হবে। আগ্রহী প্রার্থী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে তাদের পদের পাশে বর্ণিত শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
অনুবাদে দক্ষতা অর্জনের কলাকৌশল সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শর্তাবলী
সচিব, বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্ট (৫ম তলা), স্বাধীনতা ভবন, ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ বরাবর লিখিত আবেদনপত্র আগামী ২০-০৮-২০২২ খ্রি. তারিখে অফিস সময়ের মধ্যে ডাকযােগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত ও হাতে হাতে কোনাে আবেদনপত্র গ্রহণ করা আবেদনপত্রে (ক) প্রার্থীর নাম (খ) পিতার নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (চ) ২০-০৮-২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়স (ছ) জাতীয়তা (জ) বীর মুক্তিযােদ্ধার পােষ্য কিনা (ঝ) ধর্ম (ঞ) শিক্ষাগত যােগ্যতা (পরীক্ষার নাম, পাসের সন, বিভাগ/গ্রেড উল্লেখসহ) (ট) অভিজ্ঞতা উল্লেখ করতে হবে; আবেদনপত্রের সাথে নিমলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে :(ক) সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের/সাময়িক সনদপত্রের সত্যায়িতছায়ালিপি (প্রবেশপত্র/মার্কশিট গ্রহণযােগ্য নয়); (খ) সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি; (গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ (মূলকপি); (ঘ) জাতীয় পরিচয়পত্রের কপি;
আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এবং প্রার্থী যে ঠিকানায় পত্র পেতে ইচ্ছুক সে ঠিকানা সম্বলিত খাম সংযুক্ত করতে হবে; ০৫। আগামী ২০:০৮ ২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ের মধ্যে হতে হবে; ০৬। এ পদসমূহ অনুমােদিত অর্গানােগ্রামের প্রাধিকার বহির্ভূত বিধায় এ নিয়ােগ সম্পূর্ণ অস্থায়ী, ভবিষ্যতে স্থায়ীকরণের কোন সুযােগ নেই; ০৭। নির্বাচিত প্রার্থীকে ট্রাস্টের কাজের প্রয়ােজনে যে কোন বিভাগ/শাখায় অস্থায়ী ভাবে নিয়ােজিত করা যাবে; ০৮। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবী সম্বলিত সিল থাকতে হবে; ০৯। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে; ১০। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোনাে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না; ১১। নিয়ােগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান অনুসরণ করা হবে; ১২। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন; ১৩। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে; ১৪। যে কোন পর্যায় এ নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল/প্রত্যাহারের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন; ১৫। কোনাে ধরণের ব্যক্তিগত যােগাযােগ/সুপারিশ প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগ |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।