ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ১ টি |
---|---|
বেতন গ্রেডঃ | (গ্রেড-১২) |
পদ সমূহঃ | হিসাবরক্ষক |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ১৫, ২০২০ |
আবেদন শেষঃ | অক্টোবর ৫, ২০২০ |
নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ (SCDECS)” প্রকল্পের আওতায় প্রকল্পের জন্য নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প চলাকালীন সময়ের জন্য পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
শর্তাবলী : (১)আবেদনকারীর বয়স ০৫/১০/২০২০ তারিখে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রকল্পে একই প্রকৃতির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনরুপ এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।
(২)আবেদনপত্রে নাম ও কার্যালয়, প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা, জন্ম তারিখ, ০৫/১০/২০২০ তারিখে বয়স, শিক্ষাগত যােগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে।
(৩)আবেদনপত্রের সাথে ০৩ কপি পাসপাের্ট সাইজের ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সংশিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি এবং ১০০- (একশত) টাকা মূল্যমানের অফেরতযােগ্য পােস্টাল অর্ডার/যে কোন তফসিলি ব্যাংকের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (প্রকল্প পরিচালক, “নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ (SCDE(S)”প্রকল্প, নির্বাচন কমিশন সচিবালয় এর অনুকূলে] প্রার্থীর ডাক যােগাযােগের ঠিকানা ও ১২/- (বার) টাকার অব্যবহৃত ডাকটিকেট সম্বলিত ৯”x ৪” সাইজের একটি খাম এবং প্রযােজ্য ক্ষেত্রে অন্যান্য কাগজপত্র সংযুক্ত করতে হবে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
(৪) উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (সার্কেল চীফ/জেলা প্রশাসক) প্রদত্ত সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
(৫) যে পদের জন্য আবেদন করা হয়েছে স্পষ্ট অক্ষরে সে পদের নাম এবং নিজ জেলার নাম খামের উপর লিখতে হবে।
(৬) চাকুরীতে নিয়ােজিত প্রার্থীগণকে নিজ নিজ নিয়ােগকারী কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র পৌছাতে হবে (অগ্রিম কপি গ্রহণযােগ্য নয়)।
(৭) অসম্পূর্ণ, ভুল তথ্যপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
(৮) সরকারি প্রচলিত বিধান অনুযায়ী নিয়ােগের অন্যান্য শর্তাবলী ও আনুষ্ঠানিকতা পালন করা হবে।
(৯) আবেদনকারীগণকে পরীক্ষায়/সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টি.এ/ডিএ দেয়া হবে না।
(১০)আবেদনপত্র অবশ্যই সহকারী প্রকল্প পরিচালক (SC’DECS -প্রকল্প), নির্বাচন কমিশন সচিবালয় (৬ষ্ঠ তলা, কক্ষ-৫২৩), আগারগাঁও, ঢাকা এর নিকট ডাকযােগে/সরাসরি নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে রক্ষিত আবেদনপত্রের বাক্সে আগামী ০৫/১০/২০২০ তারিখের মধ্যে শুধুমাত্র অফিস চলাকালীন পৌছাতে হবে।
(11)নিজ জেলা ও শিক্ষাগত যােগ্যতা সম্পর্কে অসত্য/ জাল সনদপত্র প্রদানকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
(১২) আবেদনপত্রের সাথে দাখিলকৃত কাগজপত্রাদি ফেরত দেয়া হবে না। এ নিয়ােগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারীর পরীক্ষা গ্রহণ/ইন্টারভিউ কার্ড ইস্যু বা শূন্য পদ পূরণ করতে বাধ্য থাকবে না। আবেদনপত্র বাছাইয়ের পর কেবল উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা বা সকল পরীক্ষার জন্য ডাকা হবে। (১৩) কোন ধরণের তদবির/সুপারিশ প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে। (১৪) যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।