ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৬ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ১১,০০০-২৬,৫৯০ টাকা |
পদ সমূহঃ | কম্পিউটার অপারেটর |
আবেদন শুরুঃ | জানুয়ারি ২৬, ২০২০ |
আবেদন শেষঃ | ফেব্রুয়ারি ২৩, ২০২০ |
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নোক্ত অস্থায়ী পদসমূহে অস্থায়ীভাবে নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদন ফরমে (যা কর্তৃপক্ষের website:www.baera.gov.bd থেকে ডাউনলােড যােগ্য) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :
শর্তাবলী ঃ ১। আবেদনপত্র আগামী ২৩/০২/২০২০ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জিইপি/রেজিষ্ট্রি ডাক/কুরিয়ার সার্ভিসযােগে
“উধ্বর্তন প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ই-১২/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা১২০৭” বরাবরে পৌছাতে হবে। নির্ধারিত তারিখ উত্তীর্ণের পর ডাকযােগে বা অন্য কোনভাবে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে
না। ২। আগামী ২৩/০২/২০২০ খ্রি. তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বৎসর হতে হবে। ৩। সরকার নির্ধারিত চাকুরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা website:
www.baera.gov.bd থেকে ডাউনলােড করা যাবে। আবেদনপত্রের খামের উপরের ডানপাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের প্রার্থীর যােগাযােগের ঠিকানা
উল্লেখপূর্বক ২০.০০ (বিশ) টাকা সমমানের অব্যবহৃত ডাকটিকেট সংযুক্ত ৯.৫x ৪.৫ পরিমাপের একটি খাম দিতে হবে। ৫। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
(অগ্রিম কপি গ্রহণযােগ্য নয়)। ৬। প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্রের সাথে ৩০০/-(তিনশত) টাকা সমমূল্যের (অফেরতযােগ্য) পােস্টাল/পে-অর্ডার উর্ধ্বতন
প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুকূলে সংযুক্ত করতে হবে ও সদ্য তােলা ৩ (তিন) কপি।
পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়া আর কোন কাগজপত্রের অনুলিপি প্রদান করতে হবে না। ৭। ক্রটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত আবেদনপত্রসমূহ সরাসরি বাতিল বলে গণ্য হবে। ৮। কোন ধরনের তদবির/সুপারিশ/ভুল তথ্য প্রার্থীর অযােগ্যতা হিসেবে গণ্য করা হবে। ৯। পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণমূলক কাজের সাথে জড়িত সংশ্লিষ্ট প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ১০। নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বর্তমান ঠিকানায় যথাসময়ে প্রবেশপত্র
প্রেরণ করা হবে। লিখিত/মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভাতা প্রদান করা হবে না। লিখিত/মৌখিক বা ব্যবহারিক
পরীক্ষার সময়সূচী পরবর্তীতে কর্তৃপক্ষের website: www.baera.gov.bd-এ প্রকাশ করা হবে। ১১। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে ও ০১ (এক) সেট
সত্যায়িত কপি জমা দিতে হবে।। ১৩। কর্তৃপক্ষ প্রয়ােজনে পদসংখ্যা হ্রাসবৃদ্ধির অধিকার সংরক্ষণ করেন। ১৪। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের (বাপশনিক) সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযােগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।