ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৪৫২ জন |
---|---|
বেতন গ্রেডঃ | বিজ্ঞপ্তি দেখুন |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | জানুয়ারি ১০, ২০২২ |
আবেদন শেষঃ | জানুয়ারি ৩১, ২০২২ |
বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ সেনাবাহিনীর বেসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনে “জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০তম হতে ২০তম গ্রেডের নিম্নবর্ণিত অসামরিক স্থায়ী/অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
অনুবাদে দক্ষতা অর্জনের কলাকৌশল সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
আবেদন ফরম ডাউনলোড করতে ফরমে ক্লিক করুন
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত (অত্র বিজ্ঞপ্তির শেষে প্রদত্ত নমুনা ফরম) ফরম অনুযায়ী নিজ স্বাক্ষর পূর্বক আবেদন করতে হবে । প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তােলা ০৪ (চার) কপি পাসপাের্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলরের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্বের সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে । এছাড়া যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে ।
বিভাগীয় প্রার্থী কিংবা সশস্ত্র বাহিনী হতে অবসর প্রাপ্ত সদস্যগণ নিম্নবর্ণিত শর্ত মােতাবেক আবেদন করতে পারবেনঃ
ক। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যিনি স্হায়ী ভিত্তিতে অথবা স্থানাপন্য (Officiating) হিসেবে অন্তত পক্ষে দুই বৎসর একই প্রকৃতির চাকুরীর (Same line of service) পদ বা পদ সমুহে অধিষ্ঠিত বা নিয়ােজিত রয়েছেন এবং যিনি বিজ্ঞাপিত পদে পদোন্নতি অথবা সরাসরি নিয়ােগের জন্য যােগ্য। তবে এ ক্ষেত্রে উক্ত পদের উচ্চতর বয়সসীমা হতে সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছর বয়স শিথিল করা যাবে ।
খ। তবে তিনি উক্ত বেসামরিক পদের অবসরের জন্য নির্ধারিত বয়সে উপনীত হলে, সংশ্লিষ্ট পদে নিয়ােগের জন্য বিবেচিত হবেন না কিংবা নিয়ােগ প্রাপ্ত হলেও উক্ত অবসরযােগ্য বয়সে উপনীত হলে আর উক্ত বেসামরিক পদে বহাল থাকবেন না। জনপ্রশাসন মন্ত্রণালয় শাখা (বিধি-১) পত্র নং ইডি/আর-১/এস-৪৫/৮৩-৪২৫-(১০০) তারিখ ২৮ নভেম্বর ১৯৮৪ অনুযায়ী সশস্ত্র বাহিনী হতে অবসর বা অব্যাহতি প্রাপ্ত কোন নন-কমিশন্ড অফিসারকে বেসামরিক পদে নিয়ােগের ক্ষেত্রে তিনি যতদিন সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন সর্বোচ্চ ততদিনের জন্য বয়সসীমা শিথিল করা যাবে ।
গ। ফার্মাসিষ্ট, এসএএসআই, কম্পাউন্ডার, অফিস করণিক/অফিস করণিক-কাম-টাইপিষ্ট, ভিউয়ার, ষ্টোরম্যান, সিভিল মেকানিক্যাল ড্রাইভার/সিএমডি/ড্রাইভার/এমটি ড্রাইভার, হেড মেকানিক, ড্রাইভার রিকোভারী, এবং নিরাপত্তা প্রহরী পদে নিয়ােগের ক্ষেত্রে সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত সেনাসদস্যদের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী বয়সসীমা শিথিল যােগ্য।
প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রশিদ থাকতে হবে এবং নিয়ােগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে।
৬। ৩১ জানুয়ারি ২০২২ তারিখে সকল পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ হতে ৩০ বৎসর বয়সসীমার মধ্যে থাকতে হবে। মুক্তিযােদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোন এ্যাফিডেভিট গ্রহণযােগ্য নয়।
৭। সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে ২০০/- (দুইশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরৎযােগ্য) এবং প্রার্থীর বর্তমান ঠিকানা (যেই ঠিকানায় ডাকযােগে প্রবেশ পত্র প্রেরণ করা হবে) সম্বলিত একটি ফেরত খাম (দশ টাকার ডাক টিকিটসহ) সংযুক্ত করতে হবে। ডাক যােগাযােগের ঠিকানায় পােষ্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে।
উল্লেখিত পদসমূহে নিয়ােগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সকল ধরনের কোটা যথাযথভাবে সংরক্ষণ করা হবে ।
৯। মুক্তিযােদ্ধাসহ অন্যান্য কোটায় চাকুরি প্রার্থীকে আবেদন পত্রের সাথে কোটার স্বপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত প্রমাণাদি প্রেরণ করতে হবে।
১০। সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত ইত্যাদি প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদেরকে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
১১। খামের উপর পদের নাম, নিজ জেলা ও কোটা (প্রযােজ্য ক্ষেত্রে) অবশ্যই উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে । যে কোন আবেদনপত্র বাতিল ও সংরক্ষণসহ নিয়ােগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
কারিগরী পদে নিয়ােগের ক্ষেত্রে “ট্রাষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট (টিটিটিআই)”, গাজীপুর হতে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।
১৩। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যােগত্যার মূল সার্টিফিকেট, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী কোন প্রকার ভাতা পাবেন না।
১৪। বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এ উল্লেখিত অস্থায়ী পদ সমূহে নিয়ােগ এবং পরবর্তীতে স্থায়ী করণের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মন্ত্রীপরিষদ বিভাগ স্বারক নং মপবি/কঃবিঃশাঃ/কপগ-১১/২০০১-১১১ তারিখ ০৩ মে ২০০৩ এর নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে ।
সকল পদের বিপরীতে ডানপার্শ্বে কলামে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌছানাের শেষ তারিখঃ ৩১ জানুয়ারি ২০২২।
সতর্কীকরণ সেনাবাহিনীতে নিয়ােগের সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং নির্বাচিত প্রার্থীদের নিয়ােগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযােগে প্রদান করা হয়। সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক বা দালালের কবল থেকে সর্তক থাকুন। কেউ আর্থিক লেনদেনসহ কোন প্রকার প্রতারণা কার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়ােগকারী সংস্থার নিকট সােপর্দ করুন। ভুয়া ঠিকানা, ভুয়া সনদপত্র কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদঘাটিত হলে চাকুরীর যেকোনাে পর্যায়ে আইনানুগ ব্যবস্থা (বরখাস্ত করনসহ) গ্রহণ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।