ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ২ টি |
---|---|
বেতন গ্রেডঃ | ৫২,০০০/= |
পদ সমূহঃ | বিভিন্ন পদ |
আবেদন শুরুঃ | সেপ্টেম্বর ৯, ২০২০ |
আবেদন শেষঃ | সেপ্টেম্বর ৩০, ২০২০ |
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (এপিএসসিএল) বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে নিন্মেবর্ণিত শর্তসাপেক্ষে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাইতেছে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
ফ্রিঞ্জ বেনিফিট/সুবিধা: ১, ফ্রিঞ্জ বেনিফিট সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন, পাওয়ার স্টেশন ভাতা, নিয়মিত আবাসন (খালি থাকা সাপেক্ষে) বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, মেডিকেল ভাতা, শিক্ষা ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট প্রাপ্য হবেন।
২. প্রাথমিকভাবে শিক্ষানবিশ (Probationar) হিসাবে নিয়ােগপত্র ০১ (এক) বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানবিশ কালের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কাল ০১ (এক) বছরসহ ০৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে। প্রতি ০৩ (তিন) বছর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে। অবসর গ্রহণের বয়স ৬০ (ষাট) বছর।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
শর্তাবলীঃ ১. প্রার্থীকে এপিএসিএল এর ওয়েবসাইট (www.apscl.gov.bd) থেকে নির্ধারিত ফরম ডাউনলােড করে কমপিউটার কম্পােজ এর মাধ্যমে পুরণ করতে হবে (অসম্পূর্ণ বা হাতে লেখা আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে)। পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে নির্দেশনামত প্রয়ােজনীয় ডকুমেন্ট ও ৩ (তিন) কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে। পদের নাম খামের উপরে লিখতে হবে। প্রার্থীর যােগাযােগের ঠিকানা সম্বলিত ১১”X৪,৫” সাইজের একটি ফেরত খাম ১০ (দশ) টাকার ডাকটিকেটসহ আবেদনপত্রের সাথে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে।
২. বয়সসীমা: ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত বয়স ১ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর (মুক্তিযােদ্ধা কোটায় প্রার্থীদের বয়স ৩২ বছর) এবং ২ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শীথিলযােগ্য। ৩. কোন পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহণযােগ্য নয়। সিজিপিএ ৪.০০ এর স্কেলে ন্যূনতম ২.৫০ অথবা সিজিপিএ ৫.০০ এর স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ৪. নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ক্রমিক নং ১ এর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকার এবং ক্রমিক নং ২ এর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকার (অফেরতযােগ্য) যে কোন তফসিলি ব্যাংকের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট “আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ” এর অনুকুলে দাখিল করতে হবে।
আবেদনপত্র অবশ্যই ৩০/০৯/২০২০ তারিখের মধ্যে ব্যবস্থাপক (এইচআরএম), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (এপিএসসিএল), আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া বরাবর পৌছতে হবে। ৫. কোন সরকারী(আধা সরকারী/স্বায়ত্বশাসিতবিদ্যুৎ সেক্টর প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৬. নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী এপিএসসিএল এর ওয়েবসাইট: www.apscl.gov.bd. এ প্রকাশ করা হবে। ৭. নিয়ােগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে। যে কোন প্রকার তদবীর/সুপারিশ প্রার্থীর অযােগ্যতা হিসাবে গণ্য হবে। ৮. কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন আবেদন পত্র এবং নিয়ােগ প্রক্রিয়া বাতিল করা এবং পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আবেদন প্রক্রিয়াঃ | ডাকযোগে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।