ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
পদ সংখ্যাঃ | ৭ জন |
---|---|
বেতন গ্রেডঃ | ১৮,৩০০/= থেকে ৩২,৩৪০/= টাকা |
পদ সমূহঃ | সহকারী ক্যাশিয়ার, অফিস সহায়ক |
আবেদন শুরুঃ | ডিসেম্বর ৪, ২০১৯ |
আবেদন শেষঃ | ডিসেম্বর ২৪, ২০১৯ |
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিমবর্ণিত শূন্য পদে লােকবল নিয়ােগ/প্যানেল তৈরীর নিমিত্তে আগ্রহী বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
শিক্ষাগত প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
সহকারী ক্যাশিয়ার
ক) এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম (মহিলাদের জন্য। | তারিখে বয়স | অনুযায়ী ১৮,৩০০/= হতে | দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ন্যূনতম ২.২৫ (৪,০৩ সংরক্ষিত) | নু ৩০ বছর | ৩২,৭৪০/= এবং নিয়ম অনুযায়ী এর মধ্যে) সুখবা সিজিপিএ কনুন্যতম ২.৫০ (৫.০০ এর পদের সংখ্যা – ০৭ । | তবে মুক্তিযােদ্ধা | বাড়ীভাড়া, চিকিৎসা ও অন্যান্য | মধ্যে) অথবা সমতুলা থাকতে হবে। | কোটায় ৩২ | ভাতাদি প্রাপ্য হবেন।
কম্পিউটার ও অফিশিয়াল যন্ত্রাংশ সমুহ ভর।
পরিচালনার অভিনেতাসহ গনিতে পারদর্শী হতে হবে। গ) প্রার্থীকে বাংলা প্রতি মিনিটে নুন্যতম ১০ (দশ) শব্দ ও ইংরেঞ্জী প্রতি মিনিটে নূন্যতম ৩০ (ত্রিশ) শব্দ কম্পিটারে টাইপ করতে সক্ষম হতে হবে। ঘ) প্রার্থীর নাম গ্রহণযােগ্য পারিবারিক স্বচ্ছলতা ও উত্ৰম পারিবারিক ঐতিহ্য থাকতে হবে। নিয়োগ প্রদানের পূর্বে পবিস কর্তৃক পারিবারিক স্বলতা ও ঐহি সরেজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে । ও) গ্রাহকের সাথে বিনয়ী ও প্রফুর আচার অরিন প্রকাশের ক্ষমতা থাকতে হবে। চ) নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীকে সমিতির অনুকুলে ১০,০০০/= (দশ হাজার) টাকা সমিতির কাশ শাখা নিরাপত্তা জামানত জমা দিতে হবে। যা সন্তোষজনক চাকুরী সমাপ্তির পর সুদসহ ফেরৎ প্রদান করা হবে।
শর্তাবলীঃ
আবেদনকারীগনকে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট (www.pbs.satkhira.gov.bd) হতে আবেদন ফরম (ফর্ম নং-পসন্স-১১০-০০২) ডাউনলােড পূর্বক নিজ হাতে যথাযথ ভাবে পূরণ করে আগামী ২৪/১২/২০১৯ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, পাটকেলঘাটা, সাতক্ষীরা বরাবর ডাক যােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে হবে৷ সাদা কাগজে বা সরাসরি টাইপকৃত কোন আবেদন পত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র প্রয়োস্থ্য
বিবেচিত হবে না। ০২ । নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক অবস্থায় এক বছরের জন্য মন-প্ৰবেশনে নিয়ােগ করা হবে। অন-প্ৰবেশনে থাকাকালীন
দায়িত্ব ও কর্তব্য সমূহ যথাযথভাবে সম্পাদন, বাপবিবাের্ড কর্তৃক আয়ােজিত নির্ধারিত প্রশিক্ষণে উনি (প্রযোজ্য ক্ষেত্রে) বাৎসরিক কর্মমূল্যায়ন এবং পুলিশ ভেরিফিকেশন রিপাের্ট সন্তোষজনক বিবেচিত হলে শর্ত সাপেক্ষে পৰিশের নিজস্ব
স্যালারী প্যাটার্ন এর নিধারিত বেতন পরিধিতে চাকুরী নিয়মিত করা যেতে পারে। ০৩। বর্ণিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদ পত্রের সত্যায়িত অনুলিপি (মার্কশীট ও প্রশংসাপত্র গ্রহণযােগ্য নয়), জাতীয় পত্রের অনুলিপি সাম্প্রতিক তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট
রঙ্গিন ছবি (১ কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে ও ১ কপি ছবি প্রবেশ পত্রের নির্ধারিত স্থানে আইক/আঠা দিয়ে লাগিয়ে ছবির উপর প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে এবং ১ কপি ছবি প্রথম শ্রেনীর গেজেটেঞ্জ কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে ঠাপলার পিন দ্বারা আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভা মেয়র/ সিটি কর্পোরেশন-এর মেয়রের নিকট হতে নাগরিকত্ব সনদ ও ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ( ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তার নাম সম্বলিত সীল দ্বারা সকল কাগ ও ছবি সত্যায়িত হতে হবে) এবং সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকুলে যে কোন তফসিল ব্যাংক হতে ১০০/= (একশত) টাকার পে-অওরি ব্যাংক ব্লাঙ্কট আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। কোটা সংক্রান্ত সরকারী নির্দেশ যথাযথভাবে পালন করা হবে। সেক্ষেত্রে যথাযথ সনদ (সরকারী নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক) এর অনুলিপি ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তক সত্যায়িত করে এবং প্রার্থীর সহিত মুক্তিযােদ্ধার সম্পর্ক উল্লেখ পূর্বক ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভা মেয়র/ সিটি কর্পোরেশন, জেলা মুক্তিযােদ্ধা কমান্ডার এর প্রত্যায়ন পত্রের মূলকপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে৷ অন্য কোন সংস্থা থেকে অপসারিত/বরখাস্তকৃত এবং পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিতৰৱখাস্তকৃত ও স্বেচ্ছায় পদ ত্যাগকারী প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নাই। এতীরনীমুলক ভাবে স্থায়ী ঠিকানা ভুল লিলে অথবা কেউ তথ্য গােপন করে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে তা নিয়ে কোন প্রকার তদন্ত ব্যতিরেকেই শ্রাংক্ষনিকভাবে বরখাস্তকরন সহ দেশের প্রচলিত আইন অনুযায়ী
ব্যবস্থা গ্রহণ করা হবে। ৭। খামের ওপর প্রার্থী। পদের নাম সুস্পষ্ট ভাবে লিখতে হবে। প্রার্থী মুক্তিযােদ্ধা/ মুক্তিযোদ্ধার সখান/সন্তানের সন্তান হলে
খামের উপর ‘তা সুস্পষ্টভাবে লিখতে হবে। ০৮। সরকারী শাখা স্যালারী/স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মামে আবেদন করতে হবে।
অত্র পনিস কমতি কা /কর্মচারীদের কিংবা বাের্ড পরিচালকদের স্বামী/স্ত্রী বা তাদের এ কী কেই আবেদন করতে পারবেন না।
আবেদন প্রক্রিয়াঃ | আবেদন পত্র নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে হবে |
---|---|
আবেদনের লিংকঃ | এখানে ক্লিক করুন |
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।