ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই। অনেকেরই অল্প কিছু তথ্য যেমনঃ বিগত প্রশ্নাবলি, তার উত্তর অথবা সিলেবাস কেমন হবে ইত্যাদি যোগাড় করতে সেই বই গুলো বাধ্য হয়ে কিনতেও হয়। গেটনোট চেষ্টা করছে সেই তথ্য গুলি আপনার কাছে আপনার প্রয়োজন অনুযায়ী উপস্থাপন করতে। এখানে আপনি পাবেন বিভিন্ন চাকরির বিগত পরীক্ষার প্রশ্নাবলি উত্তরসহ, সিলেবাস, সিলেবাস ভিত্তিক প্রতিটা টপিকসের উপর আলোচনা। এ ছাড়া আপনাকে চাকরির বিজ্ঞপ্তি খুঁজে বেড়ানোর ঝামেলা থেকে মুক্তি দিতে গেটনোট সকল চাকরির বিজ্ঞপ্তি একজায়গায় উপস্থাপন করে আপনার জন্যে। যাতে আপনার কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিটি আপনার নজর না এড়ায়। আপনি আপনার ফোন নাম্বার অথবা ইমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, যার ফলে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরির বিজ্ঞপ্তিটি সরাসরি আপনার ফোন অথবা ইমেইলে পেয়ে যাবেন। এছাড়াও গেটনোট উত্তরোত্তর আপনাদের জন্যে আরও কিছু সার্ভিস আনতে বদ্ধপরিকর। আপনাদের সহযোগিতা ও গঠন মূলক উপদেশ আমাদের একান্ত কাম্য।
গেটনোট একটি টিম, যাদের মধ্যে বেশিরভাগই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে নিজেরদের প্রস্তুত করছে। এছাড়াও আছেন কিছু অভিজ্ঞ শিক্ষক যাদের নির্দেশনায় তৈরী হয় টপিকস ভিত্তিক আর্টিকেল। প্রতিটা আর্টিকেল লেখার জন্যে একাধিক টিম মেম্বার নিয়োজিত থাকেন এবং প্রচলিত সকল মাধ্যম হতে তথ্য সংগ্রহ করেন যা আপনার জ্ঞানভান্ডারকে করে তুলবে আরও সমৃদ্ধ। এরপরে সেই সকল আর্টিকেল রিভিউ করার কাজটি করেন কিছু ভাইয়েরা যারা ইতোমধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষাসমূহে সফল। গেটনোট টিম সেই অর্থে আপনাদের সহযাত্রী, চাইলে আপনিও লিখতে পারেন গেটনোটকে আপনার জ্ঞান দ্বারা আরও সমৃদ্ধ করতে। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীর জন্যে শুভ কামনা।