ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
কপিরাইট হচ্ছে নিজের মেধা থেকে সৃষ্টকর্মটির মালিকানা। কপিরাইট শুধু বইয়ের ওপরই হয় না । বই ছাড়া ও কয়েকটি ক্ষেত্র আছে যেখানে কপিরাইট দাবি করা যায়। কপিরাইট সুরক্ষার জন্য লেখক বা প্রণেতার অবশ্যই উচিত তাঁর সৃষ্টকর্মটির নিবন্ধন করিয়ে নেওয়া। সৃজনশীল যেকোনো কাজের ওপর সৃষ্টকর্মির একচ্ছত্র যে অধিকার জন্মে তা-ই হচ্ছে কপিরাইট। কেউ যদি কপিরাইট ভঙ্গ করে নকল করে তবে তাঁর বিরুদ্ধে আইনি প্রতিকার পেতে সুবিধা হয়। কোনো সৃষ্টিকর্মের কপিরাইটের নিবন্ধনের জন্য আবেদন করতে হলে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত কপিরাইট কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আসুন জেনে নেওয়া যাক কপিরাইট কিসে হয় এবং নিবন্ধন করার নিয়মকানুন।
কোন কোন কর্মগুলোকে কপিরাইট আইনের মাধ্যমে নিবন্ধন করা যায়ঃ
১। গল্প
২। কবিতা
৩। উপন্যাস
৪। ভ্রমনকাহিনী
৫। কৌতুক
৬। গবেষণা বিষয়ক পুস্তুক
৭। নাটকের পাণ্ডুলিপি
৮। সংগীত কর্ম বা গান
৯। চিত্রকর্ম
১০। ভাস্কর্য
১১। ফটোগ্রাফ
১২। স্থাপত্যের নকশা
১৩। মিউজিক ভিডিও
১৪। টিউটোরিয়াল
১৫। কম্পিউটার সফটওয়্যার
১৬। মোবাইল অ্যাপস
১৭। ওয়েবসাইট
১৮। ভিডিও টিউট্রিয়াল
১৯। ডকুমেন্টারি
ইত্যাদি আরো অনেক বিষয়ক কর্ম আছে যেই কর্মগুলো আপনি কপিরাইট আইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন ।
তো চলুন এখন দেখি কিভাবে কপিরাইট আইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেঃ
এজন্য মৌলিক কর্মটি সাথে নিয়ে কপিরাইট অফিসে যেতে হবে । সেখানে তাকে আরো কিছু কাজ করতে হবে , সেগুলো হল ।
১.লগইন এর জন্য “ রেজিস্ট্রেশন করুন” নামক বাটন ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ই-মেইল/মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে “প্রবেশ করুন” নামক বাটন ক্লিক করলে আবেদনপত্রে প্রবেশ করতে পারবেন। প্রয়োজনে “পূরণকৃত ফরম ও নির্দেশিকা” পড়ুন এবং নিশ্চিত হয়ে আবেদন করুন।
২.আবেদনপত্রের প্রথম অংশে স্ক্যানকৃত সংযুক্তিসমূহ : ক. বাংলাদেশ ব্যাংক / সোনালী ব্যাংক লিঃ এর যে কোন শাখায় জমাকৃত ১-৩৪৩৭-০০০০-১৮৪১ কোড নম্বরে প্রতিটি আবেদেনের জন্য ১০০০ ( এক হাজার টাকা ) ট্রেজারি চালান (JPG/PNG /PDF); খ. স্বাক্ষর(JPG/PNG )।
৩.আবেদনপত্রের দ্বিতীয় অংশে স্ক্যানকৃত সংযুক্তি : ক. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি(JPG/PNG ); খ. জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম নিবন্ধন(JPG/PNG /PDF); গ. হস্তান্তরসূত্রে কপিরাইট এর মালিক হলে ৩০০/-(তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিক দ্বারা কপিরাইট হস্তান্তর দলিল(JPG/PNG /PDF); ঘ. কর্মের সংগে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের অনাপত্তিপত্র প্রযোজ্য ক্ষেত্রে(JPG/PNG /PDF); ঙ. প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোম্পানীর মেমোরেন্ডাম (শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্বের সংশ্লিষ্ট পৃষ্ঠা), ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট(JPG/PNG /PDF); চ. নিয়োগকর্তা হিসেবে কোন প্রতিষ্ঠান স্বত্বাধিকারী হলে উক্ত প্রতিষ্ঠান কতৃক প্রদত্ত নিয়োগপত্র(JPG/PNG /PDF); ছ. আবেদনকৃত কর্মের সফট কপি(JPG/PNG /PDF/JPEG/DOCX/Audio/Video); জ. সাহিত্যকর্মের ক্ষেত্রে কর্মটি প্রকাশিত হলে প্রচ্ছদ কর্মের হস্তান্তর দলিল (রচয়িতা ব্যতীত ভিন্ন কেউ প্রচ্ছদ কর্মের রচয়িতা হলে)(JPG/PNG /PDF);
৪.আবেদনটি সফলভাবে দাখিল হলে ট্র্যাকিং নম্বর সম্বলিত আবেদনপত্র স্ক্রিনে ভেসে উঠবে। আবেদনটি দাখিলের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে নিম্নোক্ত সংযুক্তি সমূহের হার্ডকপি আবেদন ট্র্যাকিং নম্বর উল্লেখসহ কুরিয়ার/ডাকযোগ/ব্যক্তিগতভাবে কপিরাইট অফিসে আবশ্যিকভাবে পৌঁছাতে হবে। ক. কর্মটি মৌলিক আদালতে কোন মামলা বিচারাধীন নেই এবং প্রদত্ত তথ্য নির্ভুল, ঘোষণা সংবলিত অঙ্গীকারনামা ( কার্টিজ পেপারে লিখিত/টাইপকৃত); খ. আবেদনকৃত কর্মের দুই কপি; গ. ট্রেজারি চালানের এক কপি ।
৫.উল্লেখ্য যে, অঙ্গীকারনামা, কপিরাইট/রিলেটেডরাইট হস্তান্তর দলিল , অনাপত্তি/সম্মতিপত্র, ক্ষমতা অর্পণপত্র ও প্রচ্ছদ কর্মের স্বত্ব হস্তান্তর ইত্যাদির নমুনা ( ফরমেট ) http://www.copyrightoffice.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে ।
আরো কিছু বিষয় আছে যেগুলো সেখানে করতে হবে । এর পর সব কাগজপত্র একত্রে কপিরাইট নিবন্ধনের বরাবর জমা দিতে হবে ।
কপিরাইট অফিস থেকে আপনার কর্মটি যাচাই বাচাই করে সন্তুষ্ট হলে দ্রুত সময়ের মধ্যে আপনাকে একটি সনদ প্রদান করবে । কপিরাইট অফিস থেকে উক্ত সনদ পাওয়ার পর আপনি আপনার কর্মটির পাশে © চিহ্নটি ব্যবহার করতে পারবেন ।
সরকারি সনদ পাওয়ার পরে আপনার কর্ম কেউ আপনার অনুমতি ব্যতিত ব্যবহার করলে আপনি কপিরাইট আইনে উক্ত প্রতারকের বিরুদ্ধে মামলা করতে পারবেন ।
তো আশাকরি বিষয়টি বুজতে পেরেছেন কিভাবে কপিরাইট আইনের মাধ্যমে আপনার কর্মকে সরকারীভাবে নিবন্ধন করে নিতে হয় ।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।