ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
জনসমাগমের জায়গায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি থাকে । এর মধ্যে ব্যাংক অন্যতম অবস্থায়, ব্যাংকে না গিয়ে বাসায় বসে ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং করতে গ্রাহকদের উৎসাহিত করছে ব্যাংকগুলো। অনলাইন ব্যাংকিং যখন বাড়ছে তখন অনলাইনে নানা ধরনের প্রতারণার ফাঁদ তৈরি করছে প্রতারকরা। ইন্টারনেটে কিম্বা অনলাইনে আপনি কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন? আপনার টাকা অন্য কেউ যেন হাতিয়ে নিতে না পারে সেজন্য আপনি কি করবেন?
জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
একাউন্টের নিরাপত্তার জন্য আপনাকে কঠিন একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অনলাইনে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা রাখার জন্য কঠিন পাসওয়ার্ড এর কোন বিকল্প নেই। যাতে কেউ ধারণা করতে না পারে যে আপনার পাসওয়ার্ড কি হতে পারে। পাসওয়ার্ড হতে হবে ন্যূনতম ৬ অংকের । একটি পাসওয়ার্ড একটির বেশি একাউন্টে ব্যবহার করবেন না। পুরানো পাসওয়ার্ড আর কখনো অন্য কোথাও ব্যবহার করবেন না।
মোবাইল এসএমএস ও ইমেইল নোটিফিকেশন আজকাল যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লেনদেন সম্পন্ন করলেই আপনার মোবাইলে কিংবা ইমেইলে আসে। সেজন্য আপনি ইমেইল এবং মোবাইল নোটিফিকেশন সবসময় চালু করে রাখবেন যাতে করে আপনি আপনার একাউন্টে কোন টাকা জমা হলে কিম্বা একাউন্টে কোন টাকা বেরিয়ে গেলে কিম্বা কোন টাকা উত্তোলন করা হলে সেটি যাতে আপনার মোবাইলে এসএমএস আসে অথবা একটি ইমেইলে আসে তাতে করে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে কোন টাকা বেরিয়েছে না টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। এ বিষয়ে নিশ্চিত হতে পারবেন তাৎক্ষণিকভাবে।
পড়া মনে রাখার ১১ কি কার্যকরী কৌশল
নিবন্ধিত সিমের মাধ্যমে মোবাইল ব্যাংকিং একাউন্ট করবেন। ব্যাংকিং বা সাধারণ ব্যাংকিং এর জন্য আপনার যে নিবন্ধিত নম্বর অর্থাৎ মোবাইল নম্বরটি আছে সেটা অবশ্যই আপনি সঠিকভাবে নিবন্ধন করবেন এবং সেটি ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করবেন। তা না হলে যেকোনো সময় আপনার একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে অথবা অন্য কেউ সিম টি তুলে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে সিমের বৈধ কাগজপত্র থাকলে সহজেই সেই সিমটা তুলে মোবাইল ব্যাংকিং সেবা পুনরায় চালু করতে পারবেন এবং আপনি আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
ই-পাসপোর্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
অনলাইনে স্টেটমেন্ট আপনি মনোযোগ দিয়ে দেখবেন ভালো করে দেখবেন এবং প্রতিনিয়ত দেখবেন আপনার অজান্তে যদি কোন লেনদেন হয়ে থাকে তাহলে আপনি সেটি বুঝতে পারবেন আপনার ব্যাংক স্টেটমেন্ট পর্যালোচনা করার মাধ্যমে। যদি কোন লেনদেন আপনার কাছে অস্বাভাবিক মনে হয় অর্থাত যে লেনদেন টি আপনি করেননি তাহলে সেটা দ্রুত আপনি ব্যাংক কতৃপক্ষকে জানাতে পারেন। আপনার কাগজপত্র আপনি সঠিক স্থানে রাখবেন নিজের নখ দর্পণে ব্যাংকের হিসেব রাখাটা বেশ জরুরী। টাকা পয়সার কোন হেরফের দেখা গেলে সাথে সাথে যদি আপনি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করেন সেক্ষেত্রে এর একটা প্রতিকার হয়তো পাওয়া যেতে পারে।
জমি ক্রয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আপনি একবার যখন ইন্টারনেট ব্যাংকিং লগইন করবেন এরপর সেটার কাজ শেষ করার পর প্রতিবারই লগ আউট করবেন এটা সব সময় খেয়াল রাখবেন । আপনার ব্যাংকিং সেশন শেষ হয়ে গেলে মানে আপনার কাজ শেষ হয়ে গেলে লগ আউট করাটা অত্যন্ত জরুরী।
দলিল কি? ,দলিল সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আপনি যদি কাউকে টাকা পাঠান তাহলে টাকা পাঠানোর আগে ফোন করে আপনি নিশ্চিত হয়ে নিন যে কোন নম্বরে আপনি টাকা পাঠাচ্ছেন তারপর যদি আপনি টাকা পাঠান তাহলে ভুল নম্বরে আপনার টাকা যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। অনেক সময় নম্বর ক্লোনিংয়ের মাধ্যমে নম্বর নকল করে প্রতারকরা আপনার আত্মীয়-স্বজন পরিচয় দিয়ে ফোন করে টাকা চাইতে পারে তাই টাকা পাঠানোর আগে আপনি যাকে টাকা পাঠাবেন তার সাথে কথা বলেন অবশ্যই।
হ্যাকাররা প্রায় দেখা যায় ব্যাংকের নামে ইমেইল এড্রেস খুলে প্রতারণামূলক ইমেইল করে থাকে। ব্যাংকের নামে বা এমন কোন সন্দেহজনক ইমেইল থাকলে অবশ্যই সেটিকে আপনি ইগনোর করুন সেটিকে গুরুত্ব দেবেন না এছাড়াও হ্যাকাররা সম্প্রতি ফোন করে ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র থেকে আমি কথা বলছি এটি বলে প্রতারণা করে থাকে। এমন কোন ফোন পেলেও সেটি আপনার ইগনোর করা ভালো। ব্যাংকের কথা বলে কেউ অ্যাকাউন্ট নম্বর পাসওয়ার্ড কিংবা ট্রানজেকশন এ বিষয়ে কিছু বলতে চাইলে আপনি নিজে এসে ব্রাঞ্চের সঙ্গে কথা বলবেন এবং টেলিফোনে কোন তথ্য দেবেন না এরকম কিছু ঘটলে অবশ্যই সেটা ধরে নেবেন সন্দেহজনক এবং বিপদজনক। ভুলেও আপনার অ্যাকাউন্ট লগইন করার তথ্য দিবেন না কোন লিংকে ক্লিক করবেন না।
ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন এবং রেফারেন্স বই (প্রিলিমিনারি) বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আপনি যে ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন তার গেটওয়ে কোথা থেকে আসছে বা আপনি কি ধরনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন সে বিষয়ে আপনি নিশ্চিত হয়ে নেবেন। এরি উপরে নির্ভর করবে আপনার ব্যক্তিগত নিরাপত্তা বা সিকিউরিটি অপরিচিত ওয়াইফাই বা কানেকশন যেকোনো গোপনীয়তার জন্য বিপদজনক একাউন্টে সবসময় লগইন করবেন এমন কোন কম্পিউটার থেকে বা নেটওয়ার্ক থেকে যেটি আপনি সবসময় ব্যবহার করছেন এবং যেখানে অন্য কেউ আপনার জন্য বিপদ তৈরি করবে না। আপনার একাউন্টে যখন ঢুকছেন তখন খেয়াল করবেন ব্রাউজারের যেখানে এড্রেস লেখা থাকে সেখানে। https:// আছে কি না যদি থাকে তাহলে বুঝবেন এ কানেকশন নিরাপদ আর https:// যদি না থাকে বা http:// থাকে তাহলে বুঝতে হবে যে কানেকশন ব্যবহার করছেন সেটি নিরাপদ নয়।
জমি পরিমাপের সূত্রাবলিঃ সহজ এবং আধুনিকতম পদ্ধতি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
অন্যের কম্পিউটার বা মোবাইলে থেকে আপনি নিজের ব্যাংক একাউন্টে কোন লগইন করবেন না বা একাউন্ট চেক করতে যাবেন না।
হোম কোয়ারেন্টিন কী, করোনাভাইরাস থেকে বাঁচতে কেন কোয়ারেন্টিন জরুরী ?
অনেক প্রতারক বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আপনার মোবাইল ব্যাংকিং এর টাকা হাতিয়ে নিতে পারে। দেখা যায় অপরিচিত নম্বর থেকে ফোন করে বলবে আপনি লটারি জিতেছেন অমুক নাম্বারে এত টাকা আপনি পাঠিয়ে দিন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাহলে আপনি পুরস্কার পাবেন ভুলেও এসব ফাঁদে পা দেবেন না কারণ এগুলো সব কিছু প্রতারণামূলক আপনাদের একটা ঘটনা বলি। কিছু দিন আগে আমার কাছে একটি টেলিফোন আসলো আমার মোবাইলে অপরপ্রান্ত থেকে একজন নিজেকে কোন একটি মোবাইল ব্যাংকিং অফিস থেকে ফোন করছে বলে তার পরিচয় জানাল এবং পরিচয় দিয়ে আমাকে বলল যে আপনার মোবাইল ব্যাংকিং এ যে একাউন্ট আছে সেটা বন্ধ করে দেয়া হয়েছে, কারণ আপনি জাতীয় পরিচয় পত্রের নাম্বার ভুল দিয়েছেন। এতে আমি বেশ বিস্ময় প্রকাশ করলাম যে, আমার তো এটি ভুল দেওয়ার কথা না। তখন সে আমাকে বলল আপনি আপনার পাসওয়ার্ড টি বলুন, তাহলে আমি আপনার তথ্যটি এইমুহুর্তেই ঠিক করে দিতে পারব তখনই আমার মনে সন্দেহ হল যে কোন মোবাইল ব্যাংকিং অফিস থেকে আমার কাছে আমার পাসওয়ার্ড জানতে চাওয়ার কথা নয়। অর্থাৎ সে একজন প্রতারক আমার মনে কোন সন্দেহ রইল না। এ ধরনের প্রতারণায় সায় দিবেন না । এ ধরনের প্রতারনায় আপনি সায় দিয়েছেন তো আপনি বিপদে পড়েছেন। আপনার যে গচ্ছিত টাকা মোবাইল ব্যাংকিং কিংবা সাধারণ ব্যাংকিং এ আছে সেটি প্রতারকরা হাতিয়ে নিতে পারে।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।