ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
| রেড ক্রিসেন্ট বােরাক টাওয়ার (৪র্থ তলা)
৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রােড, রমনা, ঢাকা-১০০০। ফ্যাক্স: ০২-৪১০৩০০৪৯, ওয়েবসাইট: www.ntrca.gov.bd
ই-মেইল: [email protected]
স্মারক নং: বেশিনিক/শিশি/তৃতীয় নিয়ােগ চক্র/১০৫৮/২০১৯/৪৭১
তারিখ: ২৯ জানুয়ারি ২০২০।
e-Requisition বিজ্ঞপ্তি (ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত)।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ই-রিকুইজিশন সংশােধন করার জন্য ৩১/০১/২০২০ হতে ০৯/০২/২০২০ তারিখ পর্যন্ত জেলা শিক্ষা অফিসারগণকে Edit ক্ষমতা প্রদান করা হলাে। যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইতােমধ্যে ই-রিকুইজিশন প্রদানে ভুল করেছেন অর্থাৎ ভুল সংশােধন করা প্রয়ােজন, সে সকল শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে যােগাযােগ করে উক্ত ই-রিকুইজিশনের ভুল সংশােধন করবেন। সেক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার উক্ত প্রতিষ্ঠানের ই-রিকুইজিশনে চাহিত পদগুলাে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী কম/বেশি হলে তা সংশােধন করার ক্ষমতা রাখেন। অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে অফিসারগণ পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সঠিক বলে submit করবেন এবং ভুল হলে সংশােধনপূর্বক submit করবেন।
উল্লেখ্য যে, বর্ণিত সময়সীমার মধ্যে ই-রিকুইজিশন সংক্রান্ত সকল সংশােধন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং উক্ত সময়সীমা অতিক্রান্ত হবার পর ই-রিকুইজিশন সংশােধনের সময়সীমা আর বৃদ্ধি করা হবে না এবং জেলা শিক্ষা অফিসারের যাচাইকৃত পদগুলাে সঠিক মর্মে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
ই-রিকুইজিশন নির্ভুলভাবে সম্পন্নকরণের লক্ষ্যে বিষয়টি অতিব জরুরী।
জরুরি যােগাযােগ: ০২-৪১০৩০৩৯৩ (অফিস চলাকালীন সময়)
পরিচালক শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান এনটিআরসিএ, ঢাকা। ফোন: ০২-৪১০৩০১২১
অনুলিপি (কার্যার্থে):
১. জেনারেল ম্যানেজার (মার্কেটিং এন্ড ভি.এ.এস.), টেলিটক বাংলাদেশ লিমিটেড,
রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, হােল্ডিং নং- ৩/এ, ৫/এ, ৭/এ রােড নং- ১৭, গুলশান-১, ঢাকা- ১২১২।
২. সিস্টেম এনালিস্ট, এনটিআরসিএ (বিজ্ঞপ্তিটি এনটিআরসিএ’র ওয়েবসাইটে আপলােড করার অনুরােধসহ)। ৩.জেলা শিক্ষা অফিসার (সকল), উক্ত ই-রিকুইজিশন কার্যক্রমটি সম্পন্ন করার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরােধসহ।
৪.উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (সকল), উক্ত ই-রিকুইজিশন কার্যক্রমটি সম্পন্ন করার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরােধসহ।।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।