ফোন  +৮৮০১৭১১২৬৭৫৩১

 ইমেইল : [email protected]

  •  সাইন আপ
  •  লগইন
Logo
  • প্রচ্ছদ
  • আমাদের সম্পর্কে
    • গেটনোট পরিচিতি
    • প্রাইভেসি পলিসি
  • বিজ্ঞপ্তি
    • সরকারি
    • বেসরকারী
    • ব্যাংক
    • এনজিও
    • ঔষধ
    • টেলিকম
    • পরীক্ষার সময়সূচি
    • পরীক্ষার ফলাফল
  • টিউটোরিয়াল
    • বাংলা সাহিত্য
    • বিগত প্রশ্ন-উত্তর
  • জানা-অজানা
  • ব্লগ
  • যোগাযোগ
Logo

গেটনোট

Close
  • প্রচ্ছদ
  • আমাদের সম্পর্কে
    • মেনু সমূহ
    • গেটনোট পরিচিতি
    • প্রাইভেসি পলিসি
  • চাকরির বিজ্ঞপ্তি
    • মেনু সমূহ
    • সরকারি
    • বেসরকারী
    • ব্যাংক
    • এনজিও
    • ঔষধ
    • টেলিকম
  • টিউটোরিয়াল
  • বিগত প্রশ্ন-উত্তর
  • জানা-অজানা
  • ব্লগ
  • যোগাযোগ
  • সাইন-আপ
  • লগইন
  •   জব পোস্ট করুন

দুর্নীতি দমন কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর-২০১৯

গেট নোট > বিগত প্রশ্ন-উত্তর > দুর্নীতি দমন কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর-২০১৯

দুর্নীতি দমন কমিশনের

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়ােগ-২০১৯

পরীক্ষার তারিখ : ২৬.০৪.২০১৯    সময় ১ ঘন্টা; পূর্ণমান-৭০

১. আন্তর্জাতিক নারী দিবস কবে? 

ক) ৮ মার্চ  খ) ৮ এপ্রিল 

গ) ৮ মে ঘ) ৮ জুন  

উত্তরঃ ক

১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ৮ মার্চকে নারী অধিকার এবং বিশ্বশান্তি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হচ্ছে।

২. কোন কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্ত আছে?

ক) ভারত ও মায়ানমার। খ) ভারত ও ভুটান 

গ) ভারত ও পাকিস্তান ঘ) ভারত ও নেপাল 

উত্তর :ক

বাংলাদেশের মােট সীমান্তবর্তী জেলার সংখ্যা ৩২টি। ভারতের সাথে ৩০টি জেলার সীমান্ত রয়েছে। আর মিয়ানমারের – সাথে ৩টি জেলার সীমান্ত রয়েছে। একমাত্র রাঙ্গামাটি জেলার সাবে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযােগ রয়েছে। 

৩. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?

ক) ২১ জানুয়ারি  খ) ১৪ ডিসেম্বর 

 গ) ১০ জানুয়ারি  ঘ) ৭ মার্চ

উত্তরঃ খ

১৪ ডিসেম্বর ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যার কারণে প্রতিবছর ঐ দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। তাছাড়া ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং . ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ হিসাবে বিখ্যাত।

৪. হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী কে ?

ক) মৃণাল হক খ) এহছান খান 

গ) মইনুল হক ঘ) রাজা

উত্তরঃ খ

হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরী করা হয়েছে। এ প্রকল্প এলাকাটি উদ্ধোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয় ২০১৩ সালের ২ জানুয়ারি। হাতির ঝিলের নকশা করেন- স্থপতি এহছান খান।

৫. নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল’ নামে পরিচিত কোনটি?

ক) হাকালুকি হাওড় খ) টাঙ্গুয়ার হাওড়  গ)

চলন বিল ঘ) শনির হাওড়

 উত্তরঃ খ

৬. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়?

ক) মেহেরপুর, কুষ্টিয়া  খ) কালুরঘাট, চট্টগ্রাম  

গ) নাটোর, রাজশাহী  ঘ) মুজিবনগর, কুষ্টিয়া

উত্তর : খ

স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রথম স্থাপন করা হয় চট্টগ্রামের কালুরঘাট। এ বেতারকেন্দ্র থেকে ২৬ মার্চ ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করা হয়। কিন্তু ৩০ মার্চ ১৯৭১ পাকিস্তান বিমানবাহিনী কালুরঘাট বেতারকেন্দ্র লক্ষ্য করে বােমা হামলা চালায়। পরে ৩ এপ্রিল ১৯৭১ ত্রিপুরা রাজ্যে এবং ২৫ মে ১৯৭১ কলকাতায় এ বেতারকেন্দ্র স্থানান্তর করা হয়েছিল। 

৭.‘ওয়ান গালা উৎসব কাদের?’ 

ক) গারাে খ) চাকমা

  গ) মারমা ঘ) সাওতাল

 উত্তর : ক

গারোদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম ‘ওয়ান গালা’। ওয়ানগালা না হওয়া পর্যন্ত মান্দির/গারােরা নতুন উৎপাদিত ফসলাদি খায় না।

৮. HTML কখন ব্যবহার করা হয়?

ক) গ্রাফিক্স ডিজাইন খ) ওয়েব সাইট ডিজাইন

গ) ওয়েব পেইজ ডিজাইন ঘ) টেবিল ডিজাইন

Web page তৈরির জন্য বা ডিজাইনের জন্য বহুল ব্যবহৃত প্রােগ্রামিং ভাষা হলাে HTML (Hyper Text Markup Language)। ১৯৯০ সালে CERN-এ কাজ করার সময় টিম বার্নাস লী HTML আবিষ্কার করেন। 

৯. • বাংলা ছােট গল্পের জনক বলা হয় কাকে?

ক) মনিরুজ্জামান খ) মুনীর চৌধুরী 

গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) মীর মশাররফ হােসেন

রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছােটগল্পের জনক বলা হয়। তার লেখা প্রথম ছােটগল্প ‘ভিখারিনী’ এবং সর্বশেষ ছােটগল্প ল্যাবরেটরি’। 

১০. জোয়ার ভাটা হয় না কোন নদীতে?

ক) পদ্ম      খ) মেঘনা

গ) গোমতী  ঘ) যমুনা

উত্তর : গ

গােমতী নদী কুমিলা জেলায় অবস্থিত। এ নদীটি বাংলাদেশভারতের একটি অন্তঃ ন্সীমান্ত নদী। এর দৈর্ঘ্য ৯৫ কিলােমিটার, পড় এই ৬৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।

১১. MS Word এর কোন মেনুতে mall merge কমান্ড থাকে?

ক) Review  খ) View 

গ)Mailings ঘ) Page Layout

উত্তর : গ

১২. পেস্ট করার কিবাের্ড কমান্ড কোনটি? 

ক) ctrl + P খ) ctrl + v

গ) curl + c ঘ) Ctrl + s

উত্তর : খ

ctrl + P কোনাে ফাইল প্রিন্ট করার কমান্ড, ctrl + v কোনাে কিছু পেস্ট করা, ctrl + c কোনাে কিছু কপি করা, Ctrl + s কোনাে কিছু সেভ করা বুঝায়। 

১৩. নিচের কোনটি ইনপুট ডিভাইস?

ক) মনিটর খ) মাউস

গ)  প্রিন্টার ঘ) স্পিকার

উত্তর : খ

.মনিটর, স্পিকার, প্রিন্টার, প্লটার, হেডফোন, প্রজেক্টর ইত্যাদি আউটপুট ডিভাইস। তাছাড়া মাউস, টাচক্রিস, লাইটপেন,জয়স্টিক হলাে ইনপুট ডিভাইস। 

১৪. প্রিন্ট করার শর্টকাট কমান্ড কোনটি?  

ক) ctrl + Shift   খ) ctrl + P 

গ) shift +P     ঘ) alt + P

উত্তর : খ

প্রিন্ট করার শর্টকার্ট কমান্ড- ctrl + p. 

১৫. বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচী গ্রহণ করে?

ক) ১৯৯২  খ) ১৯৭৪ 

গ) ১৯৭৬  ঘ) ১৯৮৩

উত্তরঃ গ  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের অন্যতম এ সংস্থাটি দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় ও পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করে। বিশেষ করে, ১৯৭৬ সালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচী গ্রহণ করে।

১৬. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?

ক) অষ্টম খ) নবম 

গ) সপ্তম ঘ) দশম

 উত্তর : গ  

বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান

অবস্থান সপ্তম এবং প্রথম ইংল্যান্ড, দ্বিতীয় ভারত। 

১৭. বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?

ক) বুড়িমারী  খ) জাফলং 

গ) সােনা মসজিদ  ঘ) বেনাপােল

উত্তর : ঘ

বর্তমানে বাংলাদেশে মােট স্থলবন্দরের সংখ্যা ২৩টি এর মধ্যে বেনাপােল বন্দরটি সবচেয়ে বড় স্থলবন্দর। বেনাপােল যশাের জেলায় অবস্থিত। বেনাপােলের ওপারে ভারতের অংশের নাম পেট্রাপোল।

১৮. কোন বানানটি শুদ্ধ?

ক) প্রত্যুদগমন  খ) প্রত্যুৎগমন 

গ) প্রত্যুতগমন  ঘ) প্রত্যুদগমণ

উত্তর : ক

প্রত্যুদগমন বানানটি শুদ্ধ। আর এর অর্থ হচ্ছে মান্য ব্যক্তির বিদায়কালে কিছুদূর সাথে গিয়ে সৌজন্য প্রদর্শন করা। 

১৯. চাকু’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 

ক) তুর্কি খ) পর্তুগিজ

  গ) আরবী ঘ) ফারসি

উত্তর : ক

তুর্কি শব্দ- বাবা, চায়, যা তােপ, লােগ, , কোর্মা, চকমক, বাবুটি ইত্যাদি।  পর্তুগিজ শব্দ- আনারস, আলপিন, আলমারি, গীর্জা, গুদাম, চাক, পাউরুটি, বালতি ইত্যাদি।  আরবি শব্দ-আদালত, রায়, উকিল, কলম ইত্যাদি।  ফারসি শব্দ- খোদা, নামাজ, চশমা, তারিখ, আমদানি, বাদশা, রােযা ইত্যাদি।

২০. বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি?

ক) বন্যে খ) বুনাে 

গ) বনো ঘ) বর্ণ

উত্তর : খ

সাধু রীতির বৈশিষ্ট্য হচ্ছে এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। পক্ষান্তরে, চলিত রীতি পরিবর্তনশীল এবং উত্তর শব্দবহুল। তাছাড়া চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবােধ্য এবং সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।

২১. নিচের কোন শব্দটি তদ্ভব?

ক) হাত  খ) বর্ণ  

গ) মৎস্য ঘ) ব্যর্থ

উত্তরঃ ক

হাত তদ্ভব শব্দ। আরাে কিছু তদ্ভব শব্দ হলাে: আগ, ঘ, বউ ইত্যাদি। তদ্ভব শব্দ শরীরে অঙ্গপ্রতঙ্গ, পেশা, পশুপাখি, সংখ্যাবাচক, তারিখবাচক, অব্যয়, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াবাচক ইত্যাদি শব্দ নির্দেশ করে।

২২. এতিমখানা’ কোন সমাস?

ক) দ্বিগু  খ) তৎপুরুষ 

গ) বহুব্রীহি  ঘ) কর্মধারয়

উত্তর : খ

কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন : জলে চরে যে = জলচর, পঙ্কে জন্মে যা = পঙ্কজ, তাছাড়া সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, হাড়ভাঙ্গা, ছারপােকা, ঘরপােড়া, বর্ণচোরা,ছা-পােষা ও মাছিমারা ইত্যাদি। 

২৩, ‘ছেলে তাে নয় যেন ননীর পুতুল’- এখানে “ যেন ”?

ক) অব্যয়  খ) বিশেষ্য 

গ) বিশেষণ  ঘ) সর্বনাম

উত্তর : ক

ন ব্যয় = অব্যয়। যার ব্যয় বা পরিবর্তন হয় না, তাই অব্যয় পদ। যেমন: ছেলে তাে নয় যেন ননীর পুতুল- এখানে “যেন” অব্যয় পদ।

২৪. রবীন্দ্রনাথ কত সালে নােবেল পুরস্কার লাভ করেন? 

ক) ১৯১০  খ) ১৯১১

গ) ১৯১৩   ঘ) ১৯২১

উত্তর : গ

রবীন্দ্রনাথ ১৯১৩ সালের নভেম্বর মাসে গীতাঞ্জলী এর অনুবাদ কাব্যের জন্য নােবেল পুরস্কার লাভ করেন। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় ছিলেন।

২৫. ‘দেয়াল’ গ্রন্থটির রচয়িতা কে?

ক হুমায়ুন আহমেদ খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 

গ) যাযাবর    ঘ) সেলিনা হােসেন

 উত্তর : ক

হুমায়ূন আহমেদ এর সর্বশেষ উপন্যাস ‘দেয়াল। যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা ও সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত রাজনৈতিক উপন্যাস।

২৬. বাগধারা প্রয়োগ করা হয় কোন শব্দটি?

ক) চোখের জল  খ) চোখের বালি 

গ) চোখের মণি   ঘ) চোখের পর্দা

উত্তর : খ  

বাগধারা হিসেবে প্রয়ােগ করা হয় চোখের বালি’ শব্দটি। যার অর্থ হচ্ছে চক্ষুশূল মানে শক্র হিসেবে বিবেচনা করা হয়। 

২৭, অবীরা বলতে কোন নারীকে বুঝায়? 

ক) যে স্বামীর বশীভূত খ) যার পুত্র হয়নি 

গ)  যার স্বামী, পুত্র নাই ঘ) যার বিয়ে হয়নি

উত্তর : গ

যে নারীর স্বামী ও পুত্র মৃত – অবীয়া। যার বিয়ে হয়নি- অনুঢ়া।

২৮ “বিদ্বান” এর সঠিক স্ত্রী বাচক শব্দ কোনটি?

ক) বিদ্বানী  খ) বিদূষিণী  গ) বিদুষী  ঘ) বিদূষী

উত্তর : ঘ

‘বিদ্বান’ শব্দটি পুরুষবাচক শব্দ এবং এর সঠিক স্ত্রীবাচক শব্দ হলাে বিদূষী। 

২৯, ‘কন্যা’ শব্দের সমার্থক কোনটি?

ক) অনুজা খ) অবলা 

গ) সূতা ঘ) তনয়া

উত্তর: ঘ

কন্যা শব্দের সমার্থক শব্দগুলাে যেমন: তনয়া, মেয়ে, দুহিতা, আত্মজা, সুতা, নন্দিনী ইত্যাদি।

৩০. ‘জিলাপির প্যাচ’ বাগধারাটির অর্থ কী? 

ক) প্যাচানাে  খ) জটিল 

গ) কুটিল বুদ্ধি  ঘ) কলহপ্রিয়

উত্তর : গ

বাগধারার মাধ্যমে সমাজের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা সূক্ষ্ম ব্যঞ্জনার উদ্ভাসিত হয়। যেমন: জিলাপির প্যাচ বাগধারাটির অর্থ- কুটিল বুদ্ধি। 

৩১. ‘ব্যাঙ্গের আধুলি’ বাগধারাটির অর্থ কী? 

ক) অর্থহীন  খ) সামান্য অর্থ  

গ) অর্ধের অহংকার

 উত্তর : খ

ব্যাঙ্গের আধুলি বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য অর্থ। যা দিয়ে একটি পরিবার পরিচালনা করা খুব কষ্টকর।

৩২. ‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।’ চরণটি কোন কবিতার? 

ক) ধূমকেতু  খ) বীরাঙ্গনা 

গ) শিখা  ঘ) বিদ্রোহী

 উত্তর : ঘ

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি চরণটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত বিদ্রোহী’ কবিতার থেকে নেয়া। .

৩৩. ‘সংশপ্তক’ কোন জাতীয় গ্রন্থ?

ক) নাটক খ)উপন্যাস

গ) রম্যরচনা ঘ) প্রবন্ধ

 উত্তর : খ

শহীদুল্লা কায়সার এর প্রথম উপন্যাস ‘সারেং বউ’ এবং সংশপ্তক’ হলাে তাঁর একটি বিখ্যাত উপন্যাস। আর সংশপ্তক শব্দটি দ্বারা বােঝায়, যে সৈনিক জীবনমরণ পণ করে যুদ্ধ করে কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসে না।

৩৪, মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) মন + ঈষা  খ) মনঃ+ইষা 

গ) মনস + ঈষা  ঘ) মননা + ঈষা

উত্তর : গ

সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। যেমন: আশা + অতীত = আশাতীত; মনস + ঈষা = মনীষা; শত + এক = শতেক।

৩৫. ‘উজ্জ্বল শব্দের সঠিক সন্ধি বিশ্লেষন কোনটা ?

ক) উজ + জল   খ) উৎ+জ্বল 

গ) উজ্জ + জল    ঘ) উজ্জ্ব+জল

উত্তর : খ

 ত ও দ এর পর জ্ব ও কু থাকলে তু ও দ এর স্থানে প হয়। যেমন: উৎ + ঈ = উজ্জ্বল; বিপদ + জল = বিপজাল, কু+ঝটিকা = কুটিকা। 

৩৬. ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়? 

ক) যতি  খ) ধাতু 

গ) উক্তি  ঘ) প্রকৃতি

উত্তর : খ

ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। আবার, বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে পদ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পদ। 

৩৭. ‘স্রোতস্বিনী শব্দের অর্থ কী?

ক) নদী   খ) সাগর 

গ) পাহাড়  ঘ) সৌন্দর্য

 উত্তর : ক

স্রোতস্বিনী শব্দের অর্থ হচ্ছে নদী এবং এর সমার্থক শব্দ হলাে- শ্রোতস্বতী, তটিনী, তরঙ্গিনী ও শৈবলিনী।

৩৮. কোনটি বাতাস এর প্রতিশব্দ নয়? 

ক) অনিল খ) পবন 

গ)অর্ণব ঘ) হাওয়া

উত্তর : গ

বাতাস এর প্রতিশব্দ হচ্ছে – অনিল, বায়ু, পবন, হাওয়া, সমীকরণ, সমীর ও মারুত ইত্যাদি। পক্ষান্তরে অর্ণব বাতাস এর সমার্থক শব্দ নয়। কেন না অর্ণব শব্দের অর্থ সমুদ্র। 

৩৯. আসামির পক্ষে উকিল কে? এখানে ‘পক্ষে কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) প্রশ্ন অর্থে   খ) আদেশ অর্থে 

গ) প্রার্থনা অর্থে    ঘ) সহজ অর্থে

   উত্তর : ক

আসামির পক্ষে উকিল কে? এখানে, পক্ষে প্রশ্ন অর্থে ব্যবহৃত হয়েছে। 

৪০. ‘আলাে’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) আধার  খ) ভালাে 

গ) মন্দ  ঘ) অলস

উত্তর : ক

আলাে শব্দের অর্থ হচ্ছে দিপ্তী, জ্যোতি, নূর, উদ্ভাস, রওশন ও প্রভা ইত্যাদি এবং এর বিপরীত শব্দ আধার অন্ধকার। 

৪১). Which of the following spelling is correct?

ক) Bureaucracy খ) Berucracy 

গ) Beuraucracy ঘ) Bueracracy

 উত্তর : ক

Bureaucracy এর অর্থ হচ্ছে আমলাতন্ত্র। আর এ শব্দটি হলাে noun. 

৪২. Which of the following spelling is correct?

ক) Gauranitee খ) Gurantee 

গ) Gurrantee  ঘ) Guarantee

 উত্তর : ঘ

Guarantee এর অর্থ হচ্ছে জামিন, জামানত ও জামিনদার এবং এ শব্দটি noun.

৪৩. Synonym of the word ‘Depressed’ is-

ক) Happy খ) Cry 

গ) Angry ঘ) ‍Sad

উত্তর : ঘ

Depressed- বিষন্ন; Happy- সুখী; Cry- কাঁদা; Angry- রাগাষিত এবং Sad- দুঃখ।

৪৪. Antonym of the word ‘Restrict’ is

ক) Allow খ) Follow 

গ) Protect ঘ) Reject 

উত্তর: ক

Restrict- সীমাবদ্ধ করা; Allow অনুমতি;Follow- অনুসরন করা , Protect-রক্ষা করা, Reject sen বাতিল করা

Fill in the blanks with appropriate words (45-49) 

৪৫. Four and four-eight.

ক) makes  খ) make 

গ) is           ঘ) as 

 উত্তর: ক

Subject 3rd person singular number হলে verb এর সাথে s/es যুক্ত হয়। তাই Four and four makes eight হবে

৪৬. He made his children …….their homework becomes every afternoon.

ক) do  খ) to do

 গ) to study  ঘ) minded

উত্তর: খ

Infinitive: v1 এর পূর্বে to বসলে to সহ  verb টিকে Infinitive বলে তাই সূত্র অনুযায়ী to do হবে।

৪৭. His birthday is….. December 

ক) in    খ) on 

গ) at     ঘ) by

উত্তর: খ

 মাস বা বহুরের পূর্বে in, দিনের নির্দিষ্ট সময় পূর্বে at এবং তারিখের পূর্বে on বসে। 

৪৮.. The phrase ‘A slip of the tongue’ means

ক) Wrongly by choice খ) Unintentionally

গ) To hit another person   ঘ) Deliberately

উত্তর: খ

A slip of the tongue ভুল করে বলে ফেলা; unintentionally- অনিচ্ছাকৃতভাবে। 

৪৯. Which one is singular?

ক) Foci খ) Media

গ) Hypothesis  ঘ) Syllabi

উত্তর: গ

Media plural এর singular শব্দ medium- মাধ্যম foci- plural numbs যার singular হলাে focus -কেন্দ্র : syllabi হলাে plural যার singular হলাে syllabus -পাঠ্যক্রম।

৫০. What is the Synonym for the word ‘FIDELITY”? 

ক) Inquest খ) Repent 

গ) Praise ঘ) Loyalty

উত্তর: ঘ

Fidelity- বিশ্বস্ততা Inquest আইনাত অনুসন্ধান Repent- অনুশােচনা; Apraise-প্রশংসা; Loyalty- বিশ্বস্ততা।

৫১. The antonym for ‘INGENIOUS’ is

ক) Crafty   খ) Media

গ) Incompitent   ঘ) Inane

 উত্তর: খ

52. The phres down to earth means—

close to nature

Soft hearted

Thrown to the ground

Realistic

Ans. 4

53. Gulliver’s travels is written by

Alexander pope

Jonathan Swift

William wondersworth

G b Shaw

Ans.2

choose the Pyar which is out of place Q ( 54-55)

54 

ambiguity/ clarity

Humane /kind

Colossal/you

Womenn/ improve

Ans.2

55

Obnoxious/Likeable

Active /passive

Resalut/ determined

Genuine/ artificial

Ans 3

Today is the correct sentence questions 56 to 59

56

Dina is a Taller then each of her four sisters

Dina is taller than all of her for sister

Dina is talle then either of her four sisters

Dina is taller then any of the four sisters

Ans.2

57

He locked angry but did not speak angrily

He Locked angrily but did not speak angrily

He looked angry but did not speak angry

He locked angrily but he did not speak angrily

Ans.1

58

She seldom  ever wants to try to face the true facts

She seldom wants to try to face the true facts

She seldom  ever wants to try to face the facts

She seldom wants to try to face the facts

Ans.4

59

The mobile set is almost same like mine

The mobile set is almost same like me

The mobile set is almost same as mine

The mobile set is almost same like myself

Ans.3

60. Passive form of who spoke it

It was spoken by home

By whom was it spoken

By whom it has spoken

By whom it was spoken

Ans.2

61. বার্ষিক 6  পার্সেন্ট সরল সুদে 5 বছর পর কোন টাকার সুদ 900 টাকা হলে আসল কত টাকা হবে?

2900

3000

3100

3200

 উত্তর. 2

62. একজন ব্যক্তি মাসিক বেতনের ১/১৫ একাংশ যাতায়াত ভাড়া পান তার মাসিক বেতন 9000 টাকা হলে যাতায়াত ভাতা কত?

500 টাকা

600 টাকা

700 টাকা

800 টাকা

উত্তর. ২

63. একই রাস্তায় 100 মি. অন্তর গাছ লাগানো হয় প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব 2 কি .মি. হলে রাস্তায় মোট কয়টি গাছ লাগানো হলো?

19

20

21

 22

 উত্তর.3

64. 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে আরম্ভর 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে?

24 দিন

20 দিন

15 দিন

বড়দিন

উত্তর 1

65. একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট সংখ্যাটি কত?

782

790

786

789

 উত্তর 3

৬৬. কোন সংখ্যাকে 16 ,36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6,14 ও 26 ভাগশেষ থাকবে?

144

134

154

164

 উত্তর 1

67.কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাস করেছে কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে থাকে তাহলে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে

400 জন

500 জন

550 জন

760 জন

উত্তর 2

68. দশটি সংখ্যার যোগফল 482 এদের প্রথম চারটি গড় 52 এবং শেষের 5 টির গড় 38 পঞ্চম সংখ্যাটি কত?

60

84

62

53

 উত্তর 2

69. f(x)=x^2-5x+6 এবং f(x)=0 হলে x=?

2,3

– 5,1

– 2,3

1 – 5

উত্তর 1

70. একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি হলে কোনটির মান কত হবে?

57 ডিগ্রী

47 ডিগ্রী

53 ডিগ্রী

66 ডিগ্রী

উত্তর 4

শেয়ারিং ইজ কেয়ারিং

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Pocket (Opens in new window)
  • Click to share on Pinterest (Opens in new window)
পূর্ববর্তী পোষ্ট

দুর্নীতি দমন কমিশনের পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর-২০১৩

পরবর্তী পোষ্ট

আবেদনের সময় বাড়ালো ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)

সকল চাকরির সংবাদ সরাসরি আপনার ফোনে পেতে রেজিষ্ট্রেশন করুন এখনই

আপনার পছন্দ অনুযায়ী আরও

দুর্নীতি দমন কমিশনের পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর-২০১৩

  • বিস্তারিত
  • প্রস্তুতি টিপস

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৩

  • বিস্তারিত
  • প্রস্তুতি টিপস

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক পরীক্ষার প্রশ্ন-সমাধান

  • বিস্তারিত
  • প্রস্তুতি টিপস

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৩

  • বিস্তারিত
  • প্রস্তুতি টিপস

আলোচিত বিজ্ঞপ্তিসমূহ

spotlight_img

জমি বা ভূমি পরিমাপ পদ্ধতিঃ...

  •   বিস্তারিত
spotlight_img

জমি পরিমাপের সূত্রাবলিঃ সহজ এবং...

  •   বিস্তারিত
spotlight_img

CS, RS, SA, PS, BS,...

  •   বিস্তারিত
spotlight_img

ব্যাংক জব প্রিপারেশনঃ কি পড়বেন...

  •   বিস্তারিত

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

  • সরকারি চাকরি (৪৯৭)
  • বেসরকারি চাকরি (৩৩০)
  • ব্যাংক চাকরি (১২৪)
  • এনজিও চাকরি (৬৩)
  • টেলিকম চাকরি (৬)
  • ব্লগ (৬)
  • টিউটোরিয়াল (৫)
  • সাপোর্ট
footer_logo

গেটনোট

গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....

  • আরও পড়ুন...

সার্ভিস সমূহ

  • সরকারি চাকরির বিজ্ঞপ্তি
  • বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি
  • বিসিএস টিউটোরিয়াল
  • ননক্যাডার টিউটোরিয়াল
  • বই পত্র
  • সিলেবাস

বিষয়ভিত্তিক টিউটোরিয়াল

  • বাংলা সাহিত্য
  • বাংলা ব্যাকরণ
  • গনিত
  • ইংরেজি সাহিত্য
  • ইংরেজি গ্রামার
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বাংলাদেশ বিষ্যাবলি

অন্যান্য পেজসমূহ

  • আমাদের সম্বন্ধে
  • আমাদের জন্যে লিখুন
  • শর্তাবলি
  • প্রাইভেসি পলিসি
  • সাইট ম্যাপ
  • যোগাযোগ
  • সাধারণ জিজ্ঞাসা

© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।

গেটনোট

গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....

  • আরও পড়ুন...

বিষয়ভিত্তিক টিউটোরিয়াল

  • বাংলা সাহিত্য
  • বাংলা ব্যাকরণ
  • গনিত
  • ইংরেজি সাহিত্য
  • ইংরেজি গ্রামার
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বাংলাদেশ বিষ্যাবলি

© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।