ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
২ হাজার ১৬৬ টি
ক) সাধারণ ক্যাডারঃ- ৬৪২ টা
খ) প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডারঃ- ৬১৯ টা।
গ) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারঃ- ৮৯২ টা।
ঘ) সহকারী শিক্ষক প্রশিক্ষণঃ- ১৩টা
বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নলিখিত ক্যাডার শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে ৪১তম বিসিএস এর আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ।
০৫/১২/২০১৯
০৪/০১/২০২০
২৭.১১.২০১৯
৩০ বছর মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর
ক. মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্যান্য সকল ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩০ বছর (জন্মতারিখ সর্বনিম্ন ০২.০৯.১৯৯৭ সর্বোচ্চ ০২.০৯.১৯৮৮ পর্যন্ত)।
খ. মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩২ বছর (জন্মতারিখ সর্বনিম্ন ০২.০৯.১৯৯৭ সর্বোচ্চ ০২.০৯.১৯৮৬ পর্যন্ত)
গ. বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীর বেলায় বয়স ২১ হতে ৩২ বছর (জন্মতারিখ সর্বনিম্ন ০২.০৯.১৯৯৭ সর্বোচ্চ ০২.০৯.১৯৮৬ পর্যন্ত)। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।
৪১তম বিসিএস সার্কুলার ২০১৯ । 41 তম বিসিএস বিজ্ঞপ্তি 2019 এর বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর ওয়েবসাইট bpsc.gov.bd এ প্রকাশিত হয়েছে । ৪১ তম বিসিএস সার্কুলার এর বিস্তারিত আলোচনা করা হল ।
৪১তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ, sms-এর মাধ্যমে ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা।
সাধারণ নির্দেশনা : | ১, ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লিখিত ক্যাডার পদের জন্য আবেদন করতে ইচ্ছুক নির্ধারিত যােগ্যতা সম্পন্ন প্রার্থীগণ
Teletalk BD Ltd এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে ৪১তম বিসিএস পরীক্ষার Online Application Form (BCS Application Form) পূরণ এবং নির্ধারিত ফি জমাদানপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
ş. Online Application Form (BCS Application Form) to Internet Explorer, Mozila firefox,
Google Chrome and Opera Browser এ ওপেন করা যাবে। উল্লিখিত ৪টি browser-এর মধ্যে কোনাে একটিতে সমস্যা দেখা দিলে Refresh করে প্রথম থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু করতে হবে। উল্লিখিত ৪ (চার) টি browser এর মধ্যে Internet Explorer, Mozila firefox দ্বারা তুলনামূলক সহজভাবে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করা যাবে।
৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লিখিত ক্যাডারসমূহের জন্য নির্ধারিত শিক্ষাগত যােগ্যতা না থাকলে কোনাে প্রার্থী
রার যােগ্য বলে বিবেচিত হবেন না। কোনাে প্রার্থী ফি জমা দিয়ে কোনাে একটি কেন্দ্রের জন্য চূড়ান্তভাবে আবেদনপত্র দাখিল করে প্রবেশপত্র গ্রহণ করার পর উক্ত কেন্দ্রের জন্য পুনরায় অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন
। প্রার্থী মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে প্রক্রিয়ায়ণের যে কোনাে স্তরে এরূপ জালিয়াতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর সামগ্রিক প্রার্থিতা বাতিল হবে। ভবিষ্যতে কমি
পরীক্ষার সকল ধরনের পদে আবেদনের জন্য অযােগ্য ঘােষণাসহ উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। ৪. উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে ৪১তম বিসিএস-এর Online Application Form, ৪১তম বিসিএস পরীক্ষার
বিজ্ঞপ্তি, আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং চাকরির অপশনের ভিত্তিতে প্রণীত নিম্নোক্ত ৩ ক্যাটাগরি আবেদনপত্রের format-এর রেডিও বাটন পাওয়া যাবে। যেমন
1. Application Form for General Cadres, 2. Application Form for Technical/Professional Cadres 478
3. Application Form for General and Technical/Professional Cadres(both Cadre). কাঙ্ক্ষিত ক্যাটাগরি আবেদনপত্রের রেডিও বাটন ক্লিক করলে সংশ্লিষ্ট BCS Application Formদৃশ্যমান হবে। এই নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনপত্র পূরণের সময় যদি কোনাে তথ্য অসম্পূর্ণ থাকে তাহলে ফরমের প্রতিটি Part-এ এবং চূড়ান্ত submission-এর পূর্বে ত্রুটিগুলাে message আকারে দৃশ্যমান হবে যা দেখে previous button ক্লিক করে সংশ্লিষ্ট অংশে গিয়ে আবেদনকারী তা সংশােধন করে নিতে পারবেন ।
৬. Photo and signature: Online Application Form-এ photo এবং signature আপলােড করার জন্য
প্রার্থীর অনধিক তিন মাস পূর্বে তােলা photo ৩০০x৩০০ pixel-এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 100KB এর বেশি গ্রহণযােগ্য হবে না। রঙিন photo হতে হবে, সাদাকালাে photo গ্রহণযােগ্য নয়। প্রার্থীর signature (দৈর্ঘ্যxপ্রস্থ : ৩০০x৮০) pixel হতে হবে। ফাইল সাইজ কোনােভাবেই 60KB এর বেশি গ্রহণযােগ্য হবে না।
৭ বিশেষভাবে উল্লেখ্য যে, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে দাখিল করা হলেও ৪১তম বিসিএস-এর বিজ্ঞপ্তির ২ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত নির্ধারিত সময়সীমার মধ্যে না হলে এবং ৯ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে না।
৮. অনলাইনে আবেদনপত্র পূরণের সকল ধাপ সম্পন্ন শেষে আবেদনকারী টেলিটক হতে একটি user ID number পাবেন। উক্ত
user ID number ব্যবহার করে প্রার্থী এই নির্দেশনার ১৪ নম্বর অনুচ্ছেদের নির্দেশ অনুসরণ করে sms করলে পরীক্ষার ফি জমা দেয়ার নির্দেশনা এবং পরীক্ষার ফি জমা প্রদান করতে পারবেন। পরীক্ষার ফি জমা প্রদান সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীকে তার প্রদত্ত মােবাইল নম্বরে টেলিটক থেকে sms-এর মাধ্যমে কনফারমেশন নােটিশ প্রদান করা হবে এবং ডাটাবেইজের মাধ্যমে আবেদনকারীকে স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে। ডাটাবেইজে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর সহ প্রয়ােজনীয় তথ্যের সমন্বয়ে আবেদনকারী ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির ৮ এবং ১২ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী সাময়িকভাবে তার Admit card ডাউনলােড করে প্রিন্ট করতে পারবেন অথবা নিজ কম্পিউটারে সংরক্ষণ করতে পারবেন। অনলাইনে প্রার্থী আবেদনপত্র পূরণের আগে ফরম পূরণের এই নির্দেশনাটি ডাউনলােড পূর্বক প্রিন্ট করে নির্দেশনার প্রতিটি ধাপ ভালােভাবে বুঝে অনলাইনে নির্দেশিত পদ্ধতিতে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করা সমীচীন হবে।
১০. প্রার্থীকে
1. Application Form for General Cadres 2. Application Form for Technical/ Professional Cadres 478 3. Application Form for General & Technical/Professional (both) cadres এই তিন ক্যাটাগরি ফরম থেকে যে কোনাে একটি ফরম নির্বাচন করে সংশ্লিষ্ট রেডিও বাটন ক্লিক করলে প্রার্থিত ক্যাডারের BCS Application Formটি দৃশ্যমান হওয়ার পর নির্দেশনা অনুযায়ী অনলাইনে উক্ত ফরম পূরণ করতে হবে। উল্লেখ্য, ফি জমাদানের পর
কোনােভাবেই কোনাে তথ্য বা ক্যাডার অপশন আর পরিবর্তন করা যাবে না। ১১. Admit Card হারিয়ে গেলে/চুরি বা নষ্ট হয়ে গেলে এবং user ID ও password ভুলে গেলে home page-এর Admit
Card menu-তে ক্লিক করলে user recovery ও password recovery বাটন দেখা যাবে। উক্ত বাটন-এ ক্লিক করে প্রয়ােজনীয় তথ্য দিয়ে submit করলে প্রয়ােজনীয় এবং কাক্ষিত তথ্যাবলি পাওয়া যাবে। এছাড়া sms-এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে শুধুমাত্র টেলিটক মােবাইল থেকে নিম্নোক্ত পদ্ধতিতে password recovery করা যাবে।।
N.B: For Lost Password , Please Type BCS<Space> HELP<Space> SSC Board<Space> SSC
Roll<Space>SSC Year and Send to 16222.
১২. প্রার্থী কর্তৃক অনলাইনে আবেদনপত্র submit শেষে ফি জমা দেয়ার পর নিম্নোক্ত কেন্দ্রভিত্তিক রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ
অনুযায়ী প্রার্থীকে তার প্রার্থিত কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে এবং প্রবেশপত্রের নির্ধারিত স্থানে কেন্দ্রের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর মুদ্রিত থাকবে।
ঢাকা রাজশাহী চট্টগ্রাম। খুলনা। বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ।
রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ (বাংলা ভার্সন) ||
১১০০০০০১ – ১১৯৯৯৯৯৯ ১২০০০০০১ – ১২৯৯৯৯৯৯ ১৩০০০০০১ – ১৩৯৯৯৯৯৯ ১৪০০০০০১ – ১৪৯৯৯৯৯৯ ১৫০০০০০১ – ১৫৯৯৯৯৯৯ ১৬০০০০০১ – ১৬৯৯৯৯৯৯ ১৭০০০০০১ – ১৭৯৯৯৯৯৯ | ১৮০০০০০১ – ১৮৯৯৯৯৯৯
রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ (ইংরেজি ভার্সন)।
১১৮০০০০১-১১৮৯৯৯৯৯ ১২৮০০০০১-১২৮৯৯৯৯৯ ১৩৮০০০০১-১৩৮৯৯৯৯৯ ১৪৮০০০০১-১৪৮৯৯৯৯৯ ১৫৮০০০০১-১৫৮৯৯৯৯৯ ১৬৮০০০০১-১৬৮৯৯৯৯৯ | ১৭৮০০০০১-১৭৮৯৯৯৯৯ ১৮৮০০০০১-১৮৮৯৯৯৯৯
১৩. Help Line : সর্বশেষ নির্দেশনা, স্পষ্টীকরণ ও তথ্য পাওয়ার জন্য সরকারী কর্ম কমিশনের www. bpsc.gov.bd
ওয়েবসাইট নিয়মিতভাবে visit করতে হবে। এ ছাড়া ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির ২ নম্বর অনুচ্ছেদের নির্ধারিত তারিখ। ও সময়ে সরকারী কর্ম কমিশন সচিবালয়ে সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ পর্যন্ত (অফিস চলাকালীন) TBL এ নির্ধারিত ০১৫৫৫৫৫৫১৪৯/ ০১৫৫৫৫৫৫১৫০/ ০১৫৫৫৫৫৫১৫১/০১৫৫৫৫৫৫১৫২ মােবাইল নম্বরে যােগাযােগ করে কারিগরিমূলক অস্পষ্টতা সম্পর্কে সহায়তা পাওয়া যাবে।
সরকারী কর্ম কমিশন একটি স্বায়িত্বশাসিত সংস্থা যার দায়িত্ব সরকারি চাকুরীতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করা। এটিকে ইংরেজিতে পাবলিক সার্ভিস কমিশন হিসাবে উল্লেখ করা হয়। এটি একটি সাংবিধানিক ও স্বাধীন সংস্থা। পাকিস্তান আমলের সরকারী কর্ম কমিশনের উত্তরাধিকার হিসাবেই বাংলাদেশে গঠিত হয়েছিল সরকারী কর্ম কমিশন। ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর বাংলাদেশের সরকারী কর্ম কমিশন গঠিত হয়। বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ পর্যন্ত অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে। একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য সমবাযে পাঁচ বৎসর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন। বর্তমানে ড. মোহাম্মদ সাদিক এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন।
সংক্ষিপ্ত তথ্য :
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।