ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
০৭ নভেম্বর ২০১৯ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
০৬ ডিসেম্বর ২০১৯ রাত ১২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা http://bbal.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হল বাংলাদেশের একমাত্র সরকারি এয়ারলাইন্স। বাংলাদেশি পতাকাবাহী এই বিমানটি প্রধানত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট থেকেও এর কার্যক্রম পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক রুটের পাশপাশি আভ্যন্তরিন রুটেও যাত্রী এবং মালামাল পরিবহন করে থাকে। বিশ্বের প্রায় ৪২ টি দেশের সাথে বিমান এর আকাশ সেবার চুক্তি রয়েছে এবং বর্তমানে ১৬টি দেশে এর কার্যক্রম পরিচালনা করছে। এর প্রধার কার্যালয়ের নাম “বলাকা ভবন” যা ঢাকার কুর্মিটোলায় অবস্থিত। বিমান বাংলাদেশের যাত্রীদের অধিকাংশই হল হাজ্জযাত্রী, অভিবাসী এবং প্রবাসী বাংলাদেশী। বর্তমানে কিছু ব্যক্তি মালিকানাধিন বেসরকারি বিমান প্রতিষ্ঠান চালু হওয়াতে প্রতিযোগিতা বেড়ে গেছে। এই বেসরকারি প্রতিষ্ঠান গুলো উন্নত এবং বিশ্বস্ত সেবা দিয়ে ৮% হারে ক্রমবর্ধমান বাংলাদেশি বাজার সুবিধা গ্রহণ করতে আগ্রহী।
১৯৭২ সালে প্রতিষ্ঠা হওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯৯৬ পর্যন্ত দেশে উড়োজাহাজ খাতের একক সংস্থা হিসেবে ব্যবসা চালিয়ে যায়। বিভিন্ন সময়ে বিমান তার উড়োজাহাজ বহর ও গন্তব্য বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখলেও দুর্নীতি আর অদক্ষতার জন্য বার বার হোচট খায়। বাংলাদেশ বিমান তার সুসময়ে সর্বোচ্চ ২৯ টি গন্তব্যে এর কার্যক্রম পরিচালনা করত যা পশ্চিমে নিউ ইয়র্ক থেকে পূর্বে টোকিও পর্যন্ত বিস্তৃত ছিল। ২০০৭-এর আগ পর্যন্ত বিমান পুরোপুরি একটি সরকার নিয়ন্ত্রিত সংস্থা ছিল যা পরে পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত হয়। কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমিয়ে আনা হয় এবং এর উরোজাহাজ বহর আধুনিকায়নের জন্য পদক্ষেপ নেয়া হয়। নতুন উরোজাহাজ হাতে পাওয়ার পর বিমান তার গন্তব্যের সংখ্যা বৃদ্ধি করেছে এবং ফ্লাইট চলাকালীন যাত্রীসুবিধাদি বৃদ্ধি করেছে যার মধ্যে রয়েছেঃ ইন্টারনেট ও ওয়াই-ফাই, মোবাইল যোগাযোগ এবং টেলিভিশন দেখার সুবিধা।
বিমান বাংলাদেশ ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি দ্বারা নিরাপদ সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও আইএটিএ (IATA) এর নিরাপত্তা অডিট পাশ করেছে।বিমান বর্তমানে তার পূর্বে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন গন্তব্যে পুনরায় যাত্রীসেবা প্রদান শুরু করতে যাচ্ছে।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।