ফোন +৮৮০১৭১১২৬৭৫৩১
ইমেইল : [email protected]
১। ১৯৫৪ এবং ১৯৫৫ সালের উপর্যুক্তপরি ভয়াবহ বন্যার পর ক্রগ মিশন এর সুপারিশক্রমে পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষ্যে ১৯৫৯ সালে পূর্ব পাকিস্থান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) গঠন করা হয়।
২। স্বাধীনতার পর ১৯৭২ সালে মহামান্য রাষ্টপতির আদেশ নং – ৫৯ মোতাবেক ইপিওয়াপদার পানি অংশে একই ম্যান্ডেন্ট নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সম্পূর্ণ স্বায়ত্বশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে।
৩। সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিকতায় জাতীয় পানি নীতি – ১৯৯৯ ও জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা – ২০০৪ এর সাথে সামঞ্জস্য রেখে বাপাউবো আইন, ২০০০ প্রণয়ন করা হয়। এ আইনের আওতায় মাননীয় মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় এর সভাপতিত্বে ১৩ সদস্য বিশিষ্ট পানি পরিষদের মাধ্যমে বোর্ডের শীর্ষ নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে। বাপাউবো’র কর্মকান্ড
বাপাউবো’র কর্মকান্ড
৪। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের প্রধানকে বলা হয় মহাপরিচালক। মহাপরিচালকের অধীনে ৫টি অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর রয়েছে। দপ্তরগুলো হলো প্রশাসন, অর্থ, পরিকল্পনা, পশ্চিম রিজিওন ও পূর্ব রিজিওন। মাঠ পর্যায়ের দাপ্তরিক কাজ মনিটরিং করার জন্য সমগ্র বাংলাদেশকে ৯টি জোনে ভাগ করা হয়েছে।
৫। পূর্ব রিজিওনের অধীনে জোনগুলোর নাম ১. কেন্দ্রীয় অঞ্চল – ঢাকা, ২. দক্ষিণ-পূর্বাঞ্চল – চট্টগ্রাম, ৩. পূর্বাঞ্চল – কুমিল্লা, ৪. উত্তর-পূর্বাঞ্চল – সিলেট এবং পশ্চিম রিজিওনের অধীনে জোনগুলোর নাম ১. উত্তর-পশ্চিমাঞ্চল – রাজশাহী, ২. পশ্চিমাঞ্চল – ফরিদপুর, ৩. দক্ষিণ-পশ্চিমাঞ্চল – খুলনা, ৪. দক্ষিণাঞ্চল – বরিশাল, ৫. উত্তরাঞ্চল – রংপুর।
৬। প্রত্যেকটি জোনের অধীনে রয়েছে দুই বা ততোধিক সার্কেল অফিস। দক্ষিণ-পশ্চিমাঞ্চল জোনের অধীনে রয়েছে দুটি সার্কেল অফিস। একটি খুলনা পওর সার্কেল অফিস ও অপরটি যশোর পওর সার্কেল অফিস। দুটি সার্কেল অফিসই খুলনায় অবস্থিত।
৭। যশোর পওর সার্কেল অফিসের অধীনে রয়েছে ৩টি বিভাগীয় পওর দপ্তর। যশোর পওর বিভাগ, নড়াইল পওর বিভাগ ও খুলনা পওর বিভাগ-১।
৮। সমগ্র যশোর জেলার পানি সম্পদ ও নদ-নদীর অববাহিকা ও নাব্যতা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য যশোর পওর (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিভাগের অধীনে রয়েছে ৩টি উপ-বিভাগীয় প্রকৌশলীর দপ্তর বিদ্যমান।
উপ-সহকারী প্রকৌশলী/ শাখা কর্মকর্তা আরও অনেক
১১০ জন
২১/১০/২০১৯ ইং
২০/১১/২০১৯ ইং
http://www.rms.bwdb.gov.bd/orms
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।
গেটনোট একটি প্লাটফরম যা চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে একধাপ এগিয়ে থাকতে আপনার সহায়ক হবে। আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও শাণিত। বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা বাজারে নতুন মলাটে কিছু পুরানো বই দেখতে পাই....
© ২০১৯-২০২০ সর্বস্বত্ত সংরক্ষিত NxtOrb দ্বারা।